আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ দুর্নীতি, অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে তাদের রায় দেবেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন। তিনি বলেন এবারের নির্বাচন কোনো গতানুগতিক নির্বাচন নয়; এটি জনগণের জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার এক সুযোগ।
বুধবার (২৬ নভেম্বর) রাতে মহানগর মজলিস কার্যালয়ে নাসিক ১১ ও ১২ নং ওয়ার্ড থেকে আসা নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এবিএম সিরাজুল মামুন আরো বলেন, আমাদের দেশ দীর্ঘকাল ধরে দুর্নীতির যাঁতাকলে পিষ্ট। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া দুর্নীতি এখন সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। যারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, যারা ঘুষ, কমিশন ও স্বজনপ্রীতির মাধ্যমে দেশকে পিছিয়ে দিয়েছে, এখনো যারা চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত- এবারের নির্বাচনে জনগণ তাদেরকে একযোগে বয়কট করবে।"
আমি বিশ্বাস করি, দেশের ধর্মপ্রাণ, সৎ ও সচেতন নাগরিকেরা এবার ভুল করবেন না। তারা দুর্নীতিবাজদের পরিবর্তে আদর্শবান, নীতিবান এবং আল্লাহভীরু নেতৃত্বকে বেছে নেবেন।"
সিরাজুল মামুন বলেন, এবারের নির্বাচনে ইসলামী শক্তির বিজয় হলে স্থানীয প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। নৈতিক ও আধুনিক শিক্ষায় গুরুত্ব দিয়ে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন করা হবে। যানজট নিরসন, গ্যাস সংকট নিরসনে কার্যক্রম, বিশুদ্ধ পানীয় জল, এবং পরিবেশবান্ধব মানবিক নগরী গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, এবার জাতির মুক্তির জন্য এবং পরিবর্তনের জন্য ইসলামী ও দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। খেলাফত মজলিস ইসলামের ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। আসুন, আমরা সকলে মিলে দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করে একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণে পাড়া মহল্লায় কার্যক্রম জোরদার করি।



-20251126171839.jpg)




































আপনার মতামত লিখুন :