ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ১৬নম্বর ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন সাবেক নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ওয়ার্ডের দেওভোগ পাক্কারোড, বেপারিপাড়া, ১ ও ২নম্বর বাবুরাইল এলাকা এবং স্কুলে প্রচারণা ও লিফলেট বিতরণ করেন তিনি।
বিভা ওয়ার্ডের স্কুলগুলোতে প্রচারণা চালান, ভূমিকম্পের সময়, আগে ও পরে শিক্ষার্থীদের কি কি করণীয় সে বিষয়ে বলেন। শিক্ষকদেরও এ বিষয়ে সচেতন করেন। একই সাথে তিনি এলাকাগুলোতে ঘুরে ঘুরে নগরবাসীদের হাতে লিফলেট তুলে দেন এবং ভূমিকম্প বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
আফসানা আফরোজ বিভা বলেন, ুগত শুক্রবার ভয়াবহ ভূমিকম্পে কেপে উঠে সারাদেশ। পরদিন পরপর তিনবার ভূমিকম্প হয়েছে। সম্প্রতি সময়ে বড় ধরণের ভূমিকম্প হওয়ার শঙ্কা করছে বিশেষজ্ঞরা। বাংলাদেশে ঘন ঘন বড় মাপের ভূমিকম্প হয় না। তাই আমাদের জনগণের মধ্যে এ বিষয়ে তেমন সচেতনা নেই। এ দুর্যোগের সময় করণীয় কি, আগে কি প্রস্তুত নিতে হয়, পরবর্তী সময়ে কোথায় যেতে হবে কি করতে হবে তা আমাদের জানতে হবে।”
তিনি আরও বলেন, ুআমাদের জনগণকে সচেতন করতে হবে। বিশেষ করে, স্কুলের কোমলমতি শিশুদের, শিক্ষকদের। শুক্রবারের ভূমিকম্পে নারায়ণগঞ্জেরই এক মায়ের বুক খালি হয়েগে



-20251126171839.jpg)




































আপনার মতামত লিখুন :