News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

টিপু ভাই মহানগরে সম্পদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ১০:০৫ পিএম টিপু ভাই মহানগরে সম্পদ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে নেতা আখ্যা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। টিপু আমার বন্ধু হলেও টিপু ভাই আমাদের কান্ডারী-মহানগরের সম্পদ।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে মিশনপাড়া এলাকায় হোসিয়ারি সমিতির মিলনায়তনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে নিয়ে আয়োজিত নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি নিজে, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সাবেক এমপি আবুল কালাম, ব্যবসায়ী আবু জাফর আহাম্মেদ বাবুল এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা।

তিনি বলেন, আসুন আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন তাকে বিজয়ী করতে এককাতারে কাজ করি।

Islam's Group