News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

ঘন ঘন ভূমিকম্পে আতঙ্ক : নগরীর ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে ভয়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ১০:২৩ পিএম ঘন ঘন ভূমিকম্পে আতঙ্ক : নগরীর ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে ভয়

সিটি করপোরেশনের করা তালিকা অনুযায়ী নারায়ণগঞ্জ শহরের অন্তত ৪০ টিরও বেশি ভবন এই মূহূর্তে অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ। এরমধ্যে কিছু ভবন অবশ্য ভেঙে ফেলা হয়েছে। তবে অধিকাংশ ভবন রয়েছে আগের মতোই। ঝুঁকি থাকা সত্তেও এগুলো নানা ভাবে ব্যবহৃত হচ্ছে। শুক্রবার সারাদেশে যেই শক্তিশালী ভূমিকম্প হয়েছে সেটির উৎপত্তিস্থল ছিলো নারায়ণগঞ্জের নিকটবর্তী জেলা নরসিংদীতে। তাই ভূমিকম্পের প্রভাব এই জেলাও পড়েছে। নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ভেঙে পড়ে এক শিশুর মৃত্যুসহ অনেকে আহত হয়েছে। বহু বাড়িতে ফাঁটলও ধরা পড়েছে। এদিকে, ভূমিকম্পে নগরীতে বড় কোটো দুর্ঘটনা না ঘটলেও এখানকার স্থানীয় লোকজনের ভেতরে ভয় ঠিকই তৈরি হয়েছে।

জানা যায়, বহুবছর আগে শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ের নিতাইগঞ্জ, টানবাজার, কালীরবাজারসহ আশপাশের কয়েকটি জায়গাকে কেন্দ্র করে নগর সভ্যতা গড়ে উঠে।

সিটি করপোরেশনের তথ্য বলছে, নিতাইগঞ্জ, টানবাজার ও কালীরবাজার এলাকাতেই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। যেগুলো অনেক পুরনো। তবে নতুন কিছু স্থাপনাকেও ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে প্রতিষ্ঠানটি।

নগরবাসী জানান, ভূমিকম্প আটকানো সম্ভব না। তবে ক্ষয়ক্ষতি কমাতে সরকারি বেসরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টেকসই উদ্যোগ ও কার্যক্রম দেখতে চান সবাই।

টানবাজার এলাকার ব্যবসায়ী মোহাম্মদ ইমরান উদ্দিন মৃধা বলেন, অনেক বড় ভূমিকম্প হয়ে গেছে। আমাদের এই এলাকার অনেক বাড়িঘর ঝুঁকিপূর্ণ। সামনে যদি আরো বড় কিছু হয় তাহলে সেটার প্রভাব এখানে ঠিকই পড়বে। তাই এর আগেই মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা দরকার। এছাড়া আরো যা যা করা দরকার সব যেন করা হয়। আমরা সবাই ভয়ের মধ্যে আছি।

এছাড়া এ ঘটনার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভূমিকম্পে কোথাও দুর্ঘটনায় কোনো ঝুঁকি তৈরি হলে যাতে তাদের সাথে যোগাযোগ করা হয়। এবং তারা একটি কন্ট্রোল রুমও খুলেছেন।

জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম বলেন, শুক্রবারের ভূমিকম্পে শহরে বড় কিছু ঘটেনি। তারপরও আমরা খোঁজ নিচ্ছি যে কোথাও কিছু হয়েছে কিনা। আমরা অনেকগুলো ঝুঁকিপূর্ণ ভবন আগেই চিহ্নিত করেছি। এরমধ্যে অনেকগুলো ভাঙা হয়েছে। বাকিগুলো আগের মতোই আছে। এগুলো নিয়ে আমরা দ্রুতই আলোচনা করে সিদ্ধান্ত নেব।

Islam's Group