আরপিও’র অগণতান্ত্রিক সংশোধনী এবং জামানত ও নির্বাচনী ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, কালো টাকা, পেশিশক্তি, সাম্প্রদায়িকতা ও প্রশাসনিক কারসাজি মুক্ত নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবিতে বুধবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ কেন্দ্র্রীয় শহিদ মিনারে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শিবনাথ চক্রবর্ত্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, সিপিবি নেতা এম এ শাহিন, বিমল কান্তি দাস, ইকবাল হোসেন, বাসদ নারায়ণগঞ্জ জেলা ফোরামের সদস্য সেলিম মাহমুদ, এস এম কদির ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সাথে আলেচনা না করে সম্পূর্ণ অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীভাবে আরপিও সংশোধন করে নির্বাচনে জামানতের টাকা ও নির্বাচনী ব্যয় সীমা বৃদ্ধি, সব আসনে না ভোটের বিধান না রেখে শুধুমাত্র একক প্রার্থীর ক্ষেত্রে না ভোট রাখাসহ বিভিন্ন অগণতান্ত্রিক ধারা আরপিওতে সন্নিবেশিত করা হয়েছে। কালোটাকা, পেশিশক্তি, সাম্প্রদায়িতা, আঞ্চলিকতা ও প্রশাসনিক কারসাজিমুক্ত নির্বাচনের দাবি দীর্ঘদিন ধরে করা হলেও নির্বাচন কমিশন সেগুলো নিয়ন্ত্রণে কোন সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে না। বরং নির্বাচনে জামানতের টাকা বৃদ্ধি করে এবং নির্বাচনের ব্যয় সীমা বাড়িয়ে সৎ সাধারণ মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের নির্বাচনে প্রার্থী হওয়ার পথে ব্যাপক প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। আর এর ফলে নির্বাচন কালো টাকার মালিক ও লুটেরা ধনীদের দৌরাত্ম্যই বেড়ে যাবে। আবার সকল আসনে ‘না’ ভোটের বিধান না রেখে শুধুমাত্র একক প্রার্থী থাকলে ‘না’ ভোট থাকবে এধরনের অগণতান্ত্রিক বিধান যুক্ত করে চোর বা ডাকাতের মধ্যে মন্দের ভাল বেছে নিতে বলা হচ্ছে। এতে ভোটার উপস্থিতি কমে যাওয়ার সম্ভাবনা থাকে। আইসিটি মামলায় কেউ অভিযুক্ত হলেই নির্বাচনে দাঁড়াতে পারবে না, এগুলো কোন সভ্য দেশের নিয়ম হতে পারে না। নেতৃবৃন্দ আরও বলেন, মানুষ একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছিল অথচ আমাদের সরকারের উপদেষ্টারা পদত্যাগ করেই নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিচ্ছেন। এগুলো কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সরকারের সুবিধা ভোগকারী বা উপদেষ্টারা কেউ পদত্যাগের পর কমপক্ষে ৩ বছর অতিবাহিত না হলে নির্বাচন করতে পারবে না সেই বিধান যুক্ত করা দরকার।



-20251126171839.jpg)




































আপনার মতামত লিখুন :