নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের নির্বাচনী জনসভায় যোগদান করেছেন মহানগর যুবদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে শহরের মিশনপাড়া এলাকা থেকে মিছিল নিয়ে মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং মহানগর যুবদলের অন্যতম নেতা কে. এম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে এই যোগদান করেন। এদিন শহরের ররফকল মাঠে এই নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।
এসময় কে. এম মাজহারুল ইসলাম জোসেফ বলেছেন, বিগত ১৫ বছর বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হত্যা গুম জেল নির্যাতন মধ্যে দিয়ে জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে নতুন অভ্যুত্থান ঘটে। এই ১৬ গণমানুষের যে আকাঙ্খা দাবী সেটা একটা স্বতস্ফূর্ত জাতীয় নির্বাচন। দেশের মালিকানা জনগণের হাতে আসবে তারা ভোট দিয়ে তাদের পছন্দের লোককে জয়যুক্ত করে সংসদে পাঠাবে দেশে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসনে তারেক জিয়ার কর্তৃক বিএনপির ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে মাসুদুজ্জামানকে। আমরা যেভাবে আন্দোলন সংগ্রামে ছিলাম তেমনিভাবে আগামী নির্বাচনে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ পর্যায়ে ঝাঁপিয়ে পরে ধানের শীষকে বিজয়ী করবো। নারায়ণগঞ্জ মহানগর যুবদল সদা জাগ্রত থাকবে।








































আপনার মতামত লিখুন :