News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২

গিয়াস উদ্দিন ও অঞ্জন দাসের সৌজন্য সাক্ষাৎ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ১০:২৯ পিএম গিয়াস উদ্দিন ও অঞ্জন দাসের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি গিয়াস উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস। বৃহস্পতিবার গিয়াস উদ্দিনের ব্যক্তিগত কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন অঞ্জন দাস ও গণসংহতির নেতৃবৃন্দরা।

এসময় সাক্ষাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা, ভোটারদের নিরাপত্তা, জনস্বার্থ-সম্পৃক্ত মৌলিক সমস্যা এবং ভবিষ্যৎ উন্নয়ন অভিযাত্রা নিয়ে মতবিনিময় হয়। উভয় পক্ষই নির্বাচনী প্রতিযোগিতার বাইরে গিয়ে গণতন্ত্র, রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে দায়িত্বশীল রাজনৈতিক আচরণের গুরুত্ব তুলে ধরেন। 

অঞ্জন দাস সাক্ষাৎকালে বলেন, স্থানীয় জনগণের আশা আকাঙ্ক্ষা ও অভিযোগকে সম্মান করে যেকোনো রাজনৈতিক চর্চায় দায়িত্ববোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, ভিন্ন রাজনৈতিক মত থাকলেও জনগণের স্বার্থ, এলাকার নিরাপত্তা এবং উন্নয়ন সংক্রান্ত প্রশ্নে সকল পক্ষের সম্মিলিত অবস্থানই গণতান্ত্রিক সমাজকে শক্তিশালী করে।

অপরদিকে মুহাম্মদ গিয়াসউদ্দিন অঞ্চলভিত্তিক জটিল সমস্যাগুলো সমাধানে উন্মুক্ত সংলাপ, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও রাজনৈতিক ভদ্রতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন, মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক মো. জিয়াউর রহমান, সম্পাদক মো. সোহাগ, নারী সংহতির আহ্বায়ক নাজমা বেগম, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি সাইদুর রহমান, জেলা শ্রমিক সংহতির দপ্তর সম্পাদক রনি শেখ, জেলা যুব ফেডারেশনের প্রচার সম্পাদক সাকিব হাসান সানি সহ আরও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Islam's Group