দেশের মানুষ নতুন করে আর কোন সন্ত্রাস চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায়না।
২৭ নভেম্বর বৃহস্পতিবার বাদ আসর ফতুল্লা এনায়েতনগর ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
তিনি আরো বলেন, বিগত ১৭ বছরের জুলুম নির্যাতনকারী চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী পালিয়েছে। এবার নতুন করে যারা জনগণের অধিকার হরণ করবে জনগণ তাদেরকে ছাড় দিবেনা।
তিনি আরো বলেন, জামায়াত নির্বাচিত হলে আধুনিক শিক্ষার পাশাপাশি প্রতিটি ইউনিয়নে উন্নতমানের হাসপাতাল ও বেকারদের জন্য কারিগরি শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করবে ইনশাআল্লাহ।
গণসংযোগে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি হাফেজ আবদুল মোমিনের নেতৃত্বে উপস্থিত ছিলেন ফতুল্লা পশ্চিম থানা আমীর মাওলানা নুরুল হক, সেক্রেটারি হাফেজ মাওলানা আবদুল করিম, থানা বাইতুলমাল সম্পাদক নাসির উদ্দিন খোকন, এনায়েত নগর ইউনিয়ন আমীর মাওলানা ইউনুস সহ শতাধিক জামায়াত নেতাকর্মী।








































আপনার মতামত লিখুন :