News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২ মাঘ ১৪৩২

তারেক রহমানের সমাবেশ ঘিরে জড়ো হচ্ছে বিএনপি নেতাকর্মীরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৭:০৬ পিএম তারেক রহমানের সমাবেশ ঘিরে জড়ো হচ্ছে বিএনপি নেতাকর্মীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাকে এক ঝলক দেখার আগ্রহে দলীয় নেতৃবৃন্দরা দলে দলে সভাস্থলে জড়ো হচ্ছেন।

রোববার (২৫ জানুয়ারি) রাতে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে তারেক রহমান সোনারগাঁয়ের কাঁচপুর বালুর মাঠে আয়োজিত পথসভায় যোগ দেবেন।

রাত সাড়ে ১১ টায় তিনি উপস্থিত থাকার কথা রয়েছে।

দেখা গেছে, বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের দলে দলে সভাস্থলে উপস্থিত হচ্ছেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ ও সমর্থকরাও এসে জড়ো হতে দেখা যায়।

ধারণা করা যাচ্ছে, তারেক রহমানের সভাস্থলে উপস্থিত হওয়ার আগেই মানুষোর ঢল নামবে।

দলীয় সুত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের আয়োজনে ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে আয়োজিত পথসভা অনুষ্ঠিত হবে।

বিএনপির এই শীর্ষ নেতা জনতার উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার পর এ জেলার সংসদীয় আসনের দলীয় মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

পথসভার আয়োজনে উপস্থিত কয়েকজন নেতৃবৃন্দেরর সঙ্গে কথা বললে তারা জানিয়েছেন দুপুরের পর থেকেই তারা এখানে পৌঁছে বসে আছেন।

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, তারেক রহমানের আগমন সোনারগাঁসহ পুরো নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস। এই পথসভা আমাদের আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। নেতাকর্মীরা তারেক রহমানের কাছ থেকে সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন পরিচালনার জন্য স্পষ্ট দিকনির্দেশনা পাবেন এটাই আমাদের প্রত্যাশা। এই সভা প্রমাণ করবে, বিএনপি এখন ঐক্যবদ্ধ ও সুসংগঠিত। জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে সোনারগাঁয়ের মানুষ রাজপথে থাকবে।