News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২ মাঘ ১৪৩২

ফতুল্লায় তিন দিনেই আলোচনায় শাহ আলমের প্রচারণা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ১১:০৯ পিএম ফতুল্লায় তিন দিনেই আলোচনায় শাহ আলমের প্রচারণা

নারায়ণগঞ্জ-৪ আসনে শাহআলম ৩ দিনেই জোয়ার সৃষ্টি করেছেন। স্বতন্ত্র এ প্রার্থী যেখানেই যাচ্ছেন সেখানেই জনতার ঢল নামছেন। আশেপাশের লোকজন একনজর দেখতে ভিড় করছেন। তিনিও জনতার দুয়ারে গিয়ে ভোট চাইছেন। এলাকাবাসী বলছেন একজন সজ্জন ও ক্লিন ইমেজের লোক হিসেবে শাহআলমের খ্যাতি আছে। তার নেই কোন বাহিনী, আশেপাশে নেই বিতর্কে বিদ্ধ কোন লোকজন।

২৪ জানুয়ারী ফতুল্লার কাশীপুরে গণসংযোগ করেন শাহ আলম। এদিন কাশীপুরের বিভিন্ন অলিগলিতে তিনি চষে বেড়িয়েছেন। নিজের প্রতীক হরিণের জন্য ভোট চেয়েছেন। লোকজনও শাহআলমকে সমর্থন দিচ্ছেন।

২৩ জানুয়ারী শুক্রবার সকালে জালকুড়িতে গণসংযোগ করেন তিনি। ওই সময়েও মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

এদিন রাতে মাসদাইর ও আশপাশ এলাকাতে গণসংযোগ শেষে উঠান বৈঠকে বক্তব্য রাখেন শাহআলম। সেখানেও জনতা শাহআলমের প্রতি সমর্থন দেন।

২২ জানুয়ারী প্রচারণার প্রথম দিন ফতুল্লা বাজার ও আশপাশ এলাকাতে নামেন শাহআলম। নিজের এলাকা হওয়াতে সেদিন মানুষের সমর্থন ছিল চোখে পড়ার মত।

ফতুল্লার ভোটারদের মতে এবার একজন পরিচ্ছন্ন ব্যক্তিকে ভোট দিয়ে জয়ী করবে।