News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২ মাঘ ১৪৩২

নারায়ণগঞ্জের বিদ্যুৎ পেলেন সাংবাদিকতার পুরস্কার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৬:১৯ পিএম নারায়ণগঞ্জের বিদ্যুৎ পেলেন সাংবাদিকতার পুরস্কার

জাতীয় দৈনিক ভোরের সময় পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিরতণী অনুষ্ঠিত হয়েছে ।

সংবাদ ও অনুসন্ধানে রিপোর্ট ও সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎকে দৈনিক ভোরের সময় পত্রিকার সেরা সাংবাদিক ভূষিত করে প্রধান অতিথি সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সিকদার মকবুল হক এওয়ার্ড তুলে দেন।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন দৈনিক ভোরের সময় প্রকাশক রিনা বেগম ও অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন দৈনিক ভোরের সময় পত্রিকার প্রধান সম্পাদক মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিকজ ইউনিয়ন সভাপতি ওবায়দুর রহমান শাহীন, (বিএফইউজে) ও সদস্য প্রেস কাউন্সিল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)সভাপতি ও সম্পাদক দৈনিক মানবকণ্ঠ মোঃ শহিদুল ইসলাম,আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান, বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদ মহাসচিব মোঃ ইউনুস সোহাগ।