News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২ মাঘ ১৪৩২

সিদ্ধিরগঞ্জে ব্লক রেইড ১০ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ১০:৪৫ পিএম সিদ্ধিরগঞ্জে ব্লক রেইড ১০ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিদ্ধিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ব্লক রেইড দিয়ে দুই নারীসহ ১০ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬ থেকে রাত ৮টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের সানারপাড় বাগমারা ও শিমরাইল টাইগার মিল মাঠে সিদ্ধিরগঞ্জ থানার ওসির নেতৃত্ব বিপুলসংখ্যক পুলিশ এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় পুলিশ ৩০০ পুরিয়া হেরোইন, ১০০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক। 

গ্রেপ্তারকৃতা হলো দেলোয়ার হোসেন (৫৬), মাসুদ রানা (২৫), দুলালা হোসেন (৩৯) বিজয় (৩০), জুম্মন মোল্লা (৩০) শাকিল (২৮), মোঃ হৃদয় (১৬), আলেয়া বেগম (৬০) মোঃ রিদয় (১৮) ও ফারজানা আক্তার (২৫)

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের ৩ নং ওয়ার্ডের সানারপাড় বাগমারা ও ৪ নং ওয়ার্ডের সিমরাইল টাইগার মিলমাঠ এলাকায় ব্লক রেইড দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।