News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২ মাঘ ১৪৩২

ফতুল্লায় ডালবাহী ট্রাক ডাকাতি, গ্রেপ্তার ২


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৭:১০ পিএম ফতুল্লায় ডালবাহী ট্রাক ডাকাতি, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাল বাহী ট্রাক ডাকাতির সময় হায়েস মাইক্রোসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মাইক্রোবাস চালক সোহেল (৩৫) ও ডাকাত দলের সদস্য ফয়সাল বেপারী (৩৮)।

ফতুল্লার পাগলা এলাকায় শুক্রবার রাতের এ ঘটনায় শনিবার রাতে ডালবাহী ট্রাকের মালিক ওয়াহিদ মোল্লা বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে ৬জনকে অজ্ঞাত দেখিয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুকসুদপুর টেকের হাট শান্তিপুর এলাকার একটি মিল থেকে ক্যাঙ্গারু মার্কা ৬শ বস্তা মুশরীর ডাল নিয়ে ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৬৬৪৭) ড্রাইভার সুজন ও হেলপাড় সরোয়ার আলম সাভার গাজিন্দা এলাকার উদ্দেশ্যে রওনা হয়। শুক্রবার রাতে দক্ষিন কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় ট্রাকটি পৌছালে কালো রঙের হায়েস মাইক্রোবাস পিছনে নেয়। এক পর্যায়ে তারা ট্রাকটি আটক করে ফতুল্লার পাগলা এলাকায় নিয়ে আসে। এসময় ট্রাক চালক পুলিশ দেখে চিৎকার করলে ট্রাক ও মাইক্রোর পিছু নেয় পুলিশ। তখন স্থানীয় লোকজনের সহযোগীতায় পুলিশ মাইক্রোবাসসহ ২জনকে আটক করে।

রোববার বিকেলে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, ডাল ভর্তি ট্রাকটি ডাকাতদের হাত থেকে উদ্ধার  করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে মামলা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে।