News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২ মাঘ ১৪৩২

জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনে সভাপতি নাফিজ সম্পাদক রফিক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৮:০৮ পিএম জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনে সভাপতি নাফিজ সম্পাদক রফিক

নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর ত্রি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হয়েছে। সভায় সর্বসম্মতি ক্রমে সভাপতি পদে চ্যানেল ওয়ান এর স্টাফ রিপোর্টার নাফিজ আশরাফ ও সাধারণ সম্পাদক পদে বৈশাখী টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক পুনঃনির্বাচিত হয়েছেন।

সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মান সম্পন্ন খ্যাত সমুদ্র সৈকত কক্সবাজারে। সংগঠনের সভাপতি নাফিজ আশরাফ এর সভাপতিত্বে সম্প্রতি গ্রেস কক্স হোটেলের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিযেশনের বিগত বছরগুলোর কার্যক্রম এবং এবছর ৪ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি ২০২৬ ফ্যামিলি ট্যুর বিষয়ে উপস্থিত সকলে নিজ নিজ মতামত তুলে ধরেন তাদের বক্তব্যে।

বক্তাগণ বলেন, টিভি জার্নালিস্টদের এটিই একমাত্র সংগঠন, যা প্রতিবছর অন্তত একবার পরিবারের সদস্যদের নিয়ে “ফ্যামিলি ডে” এবং “ফ্যামিলি ট্যুর” করে আসছে। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান সদস্য-বক্তারা।

তারপর সকলের মতামতের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের ২০২৬-২০২৮ তিন বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতি ক্রমে চ্যানেল ওয়ান এর নারায়ণগঞ্জের স্টাফ রিপোর্টার নাফিজ আশরাফকে পূণরায় সভাপতি এবং বৈশাখী টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম রফিককে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি-আমির হোসাইন স্মিথ (যমুনা টিভি), যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম (অনন্দ টিভি), কোষাধ্যক্ষ-সাত্তার সোহেল (মোহনা টিভি), কার্যকরি সদস্য: শরীফ উদ্দিন সবুজ (নারায়ণগঞ্জ টিভি), আনোয়ার হাসান (আর টিভি), সৈয়দ সিফাত আল লিংকন (অনন্দ টিভি) ও হাসান মজুমদার বাবলু (এটিএন নিউজ)।