নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী আবুল কালাম ও নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী পাশে দেখা মিলেছে মহানগর বিএনপি বিভাজনের নেতাদের। গত বছর ৩নভেম্বর নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনয়ন পেয়েছিলেন শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। এরপর থেকে মহানগর বিএনপি বিভাজন নেতাদের এক মঞ্চে রাখার চেষ্টা ছিলেন অব্যাহত প্রস্তুতি। কিন্তু দেড় মাস ব্যবধানে মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানো ঘোষণায় পুরো বিএনপিতে হ-য-ব-র-ল অবস্থা রূপ নেয়।
বিএনপি থেকে বহিষ্কৃত এটিএম কামাল, আতাউর রহমান মুকুল, শওকত হাসেম শকু, গোলাম নবী মুরাদ, হান্নান সরকার, সুলতান আহম্মেদকে প্রত্যাহারে ছিলেন মাসুদুজ্জামানের সুপারিশ। তাকে নিয়ে নির্বাচনে চারদিকে ঘুরপাকে দেখা যায় বহিস্কার আদেশ প্রত্যাহার করা নেতাদের। একই সাথে মহানগর বিএনপি বিভাজন খন্ড এক অংশ ছাড়া বাকিরা মাসুদুজ্জামান আহবানে এক মঞ্চে বসে ছিলেন গত বছর ২৬ নভেম্বর পর থেকে।
এদের মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আবুল কালাম ও মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খানের বলয়ে নেতারা মাসুদুজ্জামানকে সমর্থন না দিয়ে নিজেরা মাঠ সরগরম করে রেখেছিলেন। ১৬ ডিসেম্বর মাসুদুজ্জামান নির্বাচন সরে গেলে ২৪ ডিসেম্বর মনোনয়ন পান সাবেক এমপি আবুল কালাম। এতেই মহানগর বিএনপির বিভাজন আরো বৃদ্ধিতে দেখা যায়। মাসুদের সুপারিশে বিএনপিতে ফেরা গোলাম নবী মুরাদ, হান্নান সরকার ও সুলতান আহম্মেদ দ্রুত সময়ে আবুল কালামের সাথে দেখা যায়।
মনোনয়ন পেয়ে মাসুদুজ্জামান মাসুদের সাথে যাদের সখ্যতা বেশি ছিলো তাদেরকে এখনো মনোনীত প্রার্থী আবুল কালামের পাশে দেখা যায়নি। এদের আতাউর রহমান মুকুল, শওকত হাসেম শকু, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, মনির হোসেন সরদার, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, আব্দুস সবুর খান সেন্টু, মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শিপলু সহ একাধিক শীর্ষ নেতাদের।
জানা গেছে, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালামের ডাক না পাওয়ায় নারায়ণগঞ্জ-৪ আসনের জোটের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী পাশে দেখা গেছে। ২৩ জানুয়ারি কাসেমী পাশে দেখা গেছে বিএনপি নেতা শওকত হাসেম শকু ও যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফকে। এদিকে নিজ বলয় নিয়ে আবুল কালামের পক্ষে গণসংযোগ করেছেন সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
মাসুদুজ্জামান মাসুদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে এখন আবুল কালামের প্রচারণায় প্রথম সারি দেখা গেছে। নির্বাচনী প্রচারণা দুইদিন ও প্রতীক বরাদ্ধ আবুল কালামের পাশে দেখা মিলেছে টিপুকে। জানা গেছে, আবুল কালামকে নিয়ে প্রচারণার দায়িত্বে রয়েছেন মহানগর বিএনপি এই সদস্য সচিব। তার সাথে দেখা গেছে, বন্দর থানা বিএনপি সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন সহ শীষ নেতাদের।


































আপনার মতামত লিখুন :