News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২ মাঘ ১৪৩২

ওয়াজ মাহফিলে বয়ান বন্ধ করে বক্তব্য দেয়ার পক্ষে আমি না : কালাম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৭:৫২ পিএম ওয়াজ মাহফিলে বয়ান বন্ধ করে বক্তব্য দেয়ার পক্ষে আমি না : কালাম

সকল কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় মাহমুদনগর যুব সমাজ আয়োজিত ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল ২৪ জানুয়ারী শনিবার রাতে স্থানীয় ঈদগাহ ময়দানে শেষ হয়েছে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম।

প্রধান আলোচক বয়ান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন  মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কূয়াকাটা।

বিশেষ বক্তা হিসেবে তাসরিফ আনেন হযরত মাওলানা মোশরফ হোসাইন হেলালী। বক্তব্য রাখেন ঢাকা বাদামতলী চাউল আড়ৎদার মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী নিজামউদ্দ আহাম্মদ,সালাম গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান রেজাউল করিম রাজু।

উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ পনেছ, মহানগর বিএনপির সদস্য আমিনুর ইসলাম মিঠু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, শাহেনশাহ আহমেদ, নূরুল ইসলাম, হাজী আমির হোসেন,হাজী সামাউন হাবিব,হাজী শিপন আলী,ওয়ালী উল্লাহ সবুজ, মোক্তার হোসেন মামুন,হাজী সামসুল আলম, হাজী মাসুদুর রহমান,হাজী সফিকুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম বলেন, ওয়াজ মাহফিল নির্বাচনী প্রচারণার জায়গা না। মাওলানা সাহেবদের বয়ান বন্ধ করে বক্তব্য দেয়ার পক্ষে আমি না। আমাকে আপনারা ক্ষমা করবেন। কোন অতিথির বিষয় না এসব ধর্মীয় অনুষ্ঠানে সাধারণ মুসল্লী হিসেবেই আমাদের অংশগ্রহণ করা উচিত।

তিনি আরো বলেন, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি,ভোট চাওয়ার জায়গা এটা না। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে সব সময় আপনাদের পাশে থাকতে পারি।