নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নারায়ণগঞ্জ শহরে গণসংযোগ করছেন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাসিক ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু।
রোববার (২৫ জানুয়ারি) দুপুর ৩টায় ডনচেম্বার থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু’র নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রচারণা চালায়। ১২নং ওয়ার্ডের ডনচেম্বার, খানপুর, নগর খানপুর ও খানপুর মোড়ে ধানের শীষে ভোট চেয়ে স্লোগানে মুখরিত করে তুলেন।
এ সময় শওকত হাসেম বলেন, আমরা কারো দিকে তাঁকিয়ে থাকবো না। আমরা নিজের খাইয়া ধানের শীষ। আমরা ধানের শীষের পক্ষে কালাম ভাইয়ের জন্য প্রচারে নেমেছি। যেকোন মূল্যে ধানের শীষকে বিজয়ী করে আমরা নারায়ণগঞ্জের পাঁচটি আসন তারেক রহমানকে উপহার দিতে চাই। নারায়ণগঞ্জ থেকে সর্বোচ্চ ভোটে আমরা কালাম ভাইকে বিজয়ী করবো। আমরা ভোটারদের দ্বারে দ্বারে এই ভোট চাওয়ার জন্য যাচ্ছি এবং ভোট প্রার্থনা করছি।
এদিকে আনোয়ার হোসেন আনু বলেছেন, তারেক রহমান যাকে ধানের শীষ দিয়েছেন তার পক্ষে আমরা বিএনপি সকলেই। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আবুল কালাম সাহেবে জয়যুক্ত করে আগামীতে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।
উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য মাহবুব উল্লাহ তপন, মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শাখাওয়াত ইসলাম রানা, মহানগর কৃষকদলের সভাপতি এনামুল হক স্বপন, বিএনপি নেতা আব্দুস সামাদ, যুবদল নেতা আব্দুর রহমান সহ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

































আপনার মতামত লিখুন :