বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় সোনারগাঁয়ে লাল গোলাপ হাতে বিশাল মিছিল ও সমাবেশে যোগ দেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা। সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার আহম্মেদের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
রোববার রাতে সোনারগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নির্ধারিত স্থানে এসে জড়ো হন। এসময় তাদের হাতে ছিল লাল গোলাপ, ব্যানার ও ফেস্টুন। মিছিলজুড়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
নেতাকর্মীরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য নেতৃত্ব ও তারেক রহমানের দিকনির্দেশনায় বিএনপি আজ ঐক্যবদ্ধ। আগামী দিনের আন্দোলন ও গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে যুবদল রাজপথে সক্রিয় ভূমিকা রাখবে।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার আহম্মেদ বলেন, “তারেক রহমান আমাদের প্রেরণা ও সাহসের প্রতীক। তার নেতৃত্বে এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে। সোনারগাঁয়ের যুবদল সর্বদা দলের নির্দেশনায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।”
কর্মসূচিতে যুবদলের পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


































আপনার মতামত লিখুন :