নারায়ণগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসনে এনসিসির গভীর ড্রেন নির্মাণ কাজ চলমান থাকলেও নির্মাণ কাজ ধীরগতিতে চলছে বলে অভিযোগ উঠেছে। শহরের প্রধান সড়কের একাধিক স্থানে নির্মাণ সামগ্রী ও যন্ত্রাংশ রাখার পাশাপাশি যথাযথ নিরাপত্তা বেস্টনী না থাকায় রয়েছে দুর্ঘটনার আশঙ্কা। বিভিন্ন স্থানে ড্রেন উন্মুক্ত থাকায় পথচারীদের দুর্ঘটনার আশঙ্কা নিয়েই পথ চলতে হচ্ছে।
জানা গেছে, ২০২৪ সালের গত বছরের নভেম্বর থেকে শুরু হয়েছে নারায়ণগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসনে গভীর ড্রেন নির্মাণ কাজ। জাইকার অর্থায়নে শহরের ৩ টি প্রধান সড়কে প্রায় ৪০ কোটি টাকা ব্যায়ে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ গভীর ড্রেন নির্মাণ কাজ করছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঠিকাদার রিপা কনস্ট্রাকশন। দীর্ঘদিন আগে নবাব সিরাজদ্দৌলা সড়ক ও শায়েস্তা সড়কে শীতলক্ষ্যা নদীর সঙ্গে সংযোগ ডীপ ড্রেন নির্মাণ সম্পন্ন হয়েছে। তবে শহরের প্রধান বঙ্গবন্ধু সড়কের বিভিন্ন স্পটে এখনো নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। এতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজটের। এতে করে নগরবাসীকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। ৫ মিনিটের পথ পেরুতে সময় লাগছে আধাঘণ্টারও বেশী। এছাড়াও বিভিন্ন স্থানে গভীর ড্রেন নির্মাণ কাজে যথাযথ নিরাপত্তা বেস্টনী না থাকায় দুর্ঘটনার আশঙ্কা নিয়ে পথ চলতে হচ্ছে পথচারীদের।
ভুক্তভোগীরা জানান, গত ১৫ মাস ধরে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে রয়েছে। দোকানগুলোতে ব্যবসায়ীদের বেচাকেনা নেই বললেই চলে। ভাঙ্গাচোরা রাস্তার কারণে কাস্টমাররা আসেনা। অথচ মাস ঘুরলে দোকান ভাড়া, কর্মচারীর বেতন, কিস্তি ঠিকই দিতে হচ্ছে। নির্মাণ কাজ অত্যন্ত ধীরগতিতে হওয়ায় প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে। দ্রুত নির্মাণ কাজ সম্পম্ন করার দাবি জানান তারা। এছাড়াও বিভিন্ন স্থানে নিরাপত্তা বেষ্টনী না থাকায় নির্মাণ কাজে জড়িত শ্রমিকদের ও পথচারীদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। পথচারী ও শ্রমিকরা যাতে কোন ধরনের দুর্ঘটনার শিকার না হয় এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী নগরবাসী।


































আপনার মতামত লিখুন :