News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

আলীরটেকে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের আঘাতে মুসা মিয়া নিহত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ১০:২৩ পিএম আলীরটেকে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের আঘাতে মুসা মিয়া নিহত

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে মুসা মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

সোমবার বিকেলে মারধরের পর আহত অবস্থায় শহরের ভিক্টোরিয়া হাসপাতালে মুসাকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে ওই এলাকার আরাফাত রহমানের ছেলে। এ ঘটনায় রুবিনা ও ফাতেমা নামের দুই নারীকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে তাদের মধ্যে প্রথমে হাতাহাতি পরে কথা কাটাকাটির এক পর্যায়ে মুসাকে মারধর করলে সে অসুস্থ হয়ে পড়ে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন জানান, নিহতের কপালে আঘাতের চিহ্ন আছে। তবে তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।