রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি ও আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনা করা হয়েছে।
মঙ্গলবার ২২ জুলাই বিকাল ৫টায় চাষাঢ়ায় অবস্থিত শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
প্রার্থনার পূর্বে নিহতদের স্মরণে এবং সকলের উদ্দেশ্যে সংগঠনের সাধারণ সম্পাদক শিপন সরকার বলেন, মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহত এবং আহত সকল শিক্ষার্থীই আমাদের সন্তান। এমন মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে স্তম্ভিত করেছে। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা এবং চিকিৎসাধীন বাচ্চাদের দ্রæত সুস্থতা দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি। সেই সাথে নারায়ণগঞ্জের প্রতিটি মন্দিরে তাদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন সহ পূজা উদযাপন পরিষদের সবাইকে আহতের চিকিৎসার জন্য রক্ত দেওয়া থেকে শুরু করে সকল ধরনের সহযোগিতা করার অনুরোধ রাখছি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ খিস্ট্রান সবাইকে সবার বিপদ আপদে পাশে থেকে সহযোগিতা করে পরিস্থিতি মোকাবেলার আবেদন রাখছি।
বিশেষ প্রার্থনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, সহ সভাপতি তিলোত্তমা দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, মহানগর এর সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সহ সভাপতি মদন মোহন দাস, হিমাদ্রি সাহা হিমু, যুগ্ম সাধারণ সম্পাদক শংকর রায়, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আশ্চার্য, দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, প্রচার সম্পাদক তপন গোপ, সদস্য রাজু দে, রতন সাহা, উত্তম সাহা, রাজু সাহা, শান্তি রঞ্জন দাস, মধু দাস, বকুল সাধু, বাংলাদেশ হিন্দু মহাজোট এর সভাপতি গোরাঙ্গ সাহা, সাধারণ সম্পাদক শম্ভু দে, ছাত্র মহাজোটের সভাপতি সুজন দাস, মনোরঞ্জন দাস প্রমুখ।
আপনার মতামত লিখুন :