News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

আল্লামা আব্দুল আউয়াল আল্লামা আব্দুল কাদেরকে সম্মাননা প্রদান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৯:৪৬ পিএম আল্লামা আব্দুল আউয়াল আল্লামা আব্দুল কাদেরকে সম্মাননা প্রদান

নারায়ণগঞ্জ জেলা সম্মিলিত ওলামা পরিষদের নব নির্বাচিত সভাপতি আল্লামা আব্দুল আউয়াল ও জেলা খতম নবুওয়াত সংরক্ষণ কমিটির সভাপতি আল্লামা আব্দুল কাদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে রূপগঞ্জ থানা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির উদ্যোগে তাদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে এই সম্মাননা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা জিয়াউর রহমান আমজাদী, সহ সভাপতি মাওলানা মোবারক, মাওলানা আল আমিন, সেক্রেটারী মাওলানা কামরুল ইসলাম, যুগ্ম সেক্রেটারী মাওলানা হাবিবুল্লাহ ও সহ সেক্রেটারী মাওলানা জালাল হোসাইন।

এছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা ফজলুর রহমান সিলেটি ও সোহেল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Islam's Group