নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য ব্যারিষ্টার মেহেদী হাসান বলেন, শুধু মাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য খেলাধুলার প্রতি দৃষ্টি দিতে হবে। বাংলাদেশ এখন খেলাধুলার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আমাদের ক্রিকেট এবং নারী ফুটবল নিয়ে গৌরব বোধ করতে পারি। এথলেট ও সাঁতার নিয়ে প্রশিক্ষণ বাড়াতে হবে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের চেয়ারম্যান এবং বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য বদিউজ্জামান বদু, বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, ট্রাস্টের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল ও সাবেক পিপি এবং বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য এডভোকেট নবী হোসেন ও প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৯০ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করেন।
আপনার মতামত লিখুন :