News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

রূপগঞ্জে আবুল খায়ের গ্রুপের তেল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৫:৪৮ পিএম রূপগঞ্জে আবুল খায়ের গ্রুপের তেল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া এলাকায় বুধবার ২৪ সেপ্টেম্বর দুপুরে আবুল খায়ের গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গ্লোব অয়েল লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানাটির অধিকাংশ মেশিনপত্র ও বিপুল পরিমাণ কাঁচামাল পুঁড়ে গেছে। তবে কোন হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে বারোটায় কারখানাটির সয়াবিন তেল প্রক্রিয়াজাত করণের সিট ক্রাশিং সেকশনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন কারখানায় ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে শ্রমিকরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কাঞ্চন, ডেমরা ও সোনারগাঁ স্টেশনের পাঁচটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর একটায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গ্লোব এডিবল অয়েল লিমিটেড কারখানার প্রশাসনিক কর্মকর্তা (এডমিন, প্রশাসন) বিগ্রেডিয়ার (অব:) আশরাফ বলেন, সয়াবিন তেল প্রক্রিয়াজাত করণের সিট ক্রাশিং সেকশনে আগুন লাগে। আগুনে অধিকাংশ মেশিনারিজ, বিপুল পরিমাণ কাঁচামাল, আসবাবপত্র, বিভিন্ন প্রকার সামগ্রী ও মালামাল পুঁড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে এই মুহূর্তে বলা সম্ভব না। যাচাই বাচাই করে নির্ণয় করা হবে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক ওসমান গনি বলেন, আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে তদন্ত করা হবে।

Islam's Group