News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

বিসিকে পোশাক শ্রমিককে আটকে রেখে মারধরের অভিযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৭:৫১ পিএম বিসিকে পোশাক শ্রমিককে আটকে রেখে মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লা পঞ্চবটিতে বিসিকি শিল্পনগরীর এক শ্রমিককে মারধর করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিসিক ১নং গলিতে অবস্থিত টেক্সলাইন গার্মেন্টের শ্রমিক মো. হেলাল (২১ কে মারধর ও ঘটনা প্রকাশ করলে প্রাণ নাশের হুমকি দেয়া হয়েছে। ২৫ সেপ্টেম্বর রাতে বকেয়া বেতন পরিশোধের কথা বলে নিয়ে নিয়ে ঘন্টাখানেক আটকে রেখে নির্যাতন চালানো হয়। শ্রমিক হেলাল গার্মেন্টস শ্রমিক সংহতি মাসদাইর আঞ্চলিক কমিটির সদস্য।

এ ঘটনায় ২৬ সেপ্টেম্বর নির্যাতনের শিকার শ্রমিক গার্মেন্টস মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। টেক্সলাইন গার্মেন্টের মালিক তরিকুল ইসলামের চাচাতো ভাই শিহাব(৩০) এর নেতৃত্বে অন্তত ১০/১২ মিলে কারখানার ভেতরে আটকে রেখে তাকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করেন।

এ ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু বিচার দাবিতে রোববার ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক সংহতির পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

Islam's Group