নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৪ আগস্ট) রাতে এ থানাস্থ বিভিন্ন ওয়ার্ড থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লিগের সভাপতি লায়ন ইউসুফ মাসুদ (৪২),৩নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মো. সেলিম খান এবং ৭ নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. মাজহারুল ইসলাম সোহেল (৩৫)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে দুজন এজাহারনামীয় এবং আরেকজন সম্পৃক্ত আসামি। আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :