ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার ১ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয় ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি'র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো।
এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।
এর আগে ২০২৫ সালের ১৫ মে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ফতুল্লা থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
অপরদিকে ২০১৮ সালের প্রকাশ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিলো ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মনিরুল আলম সেন্টুকে।































আপনার মতামত লিখুন :