ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মনোনপত্র বাতিল হওয়া নারায়ণগঞ্জ-৫ (সদর - বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মো. মাকসুদ হোসেনের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
নির্বাচন কমিশন বরাবর আপিল করার পর সোমবার (১২ জানুয়ারি) তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে মো. মাকসুদ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। তিনি প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশন বরাবর আবেদন করার পর আপিল শুনানিতে তার প্রার্থীতা বৈধ বলে গণ্য করা হয়েছে।
মাকসুদ হোসেন জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষে রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়ন বাতিল করেছিলেন। তাদের বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে আমি আপিল করে মনোনয়নের বৈধতা পেয়েছি। ইনশাআল্লাহ আমরা জয়ী হবো।

































আপনার মতামত লিখুন :