News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ ১৪৩২

নারায়ণগঞ্জে আসছেন তারেক রহমান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ১০:৪২ পিএম নারায়ণগঞ্জে আসছেন তারেক রহমান

নারায়ণগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি এখানে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য দিবেন। সেখানে নারায়ণগঞ্জের আসনগুলোতে বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন তারেক রহমান। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম উচ্ছ্বাস বিরাজ করছে।

বিএনপির একাধিক সূত্র জানান, ২২ জানুয়ারি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন। পরে সিলেটে আরো কয়েকটি জনসমাবেশ শেষে সড়ক পথেই ঢাকা ফিরবেন তারেক রহমান। ফেরার পথে মহাসড়কের পাশে নারায়ণগঞ্জে জনসমাবেশে তিনি যোগ দিবেন।

এরই মধ্যে সমাবেশের জন্য কয়েকটি সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন বিএনপির স্থানীয় নেতারা। ১২ জানুয়ারী রাতে দলের ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নান সহ নেতাকর্মীরা বৈঠক করে সমাবেশ নিয়ে আলোচনা করেন। এ তিনজন বিএনপির প্রার্থী।

তারেক রহমানের সমাবেশ ঘিরে বিএনপির প্রার্থী সহ নেতাকর্মীদের মধ্যে উচ্ছাস বিরাজ করছে। ধারণা করা হচ্ছে নারায়ণগঞ্জ পৌছাতে পৌছাতে তারেক রহমানের বিকেল হয়ে যেতে পারে। কিন্তু তার পরেও সর্বোচ্চ লোকজন সমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group