ডেঙ্গু আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে দেখতে তার বাসায় গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
শনিবার বিকেলে শহরের আমলাপাড়া এলাকায় টিপুর বাসায় হাজির হন এনসিপির নেতাকর্মীরা। দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও জেলা সমন্বয়কারী আবদুল্লাহ আল আমিনের নেতৃত্বে নেতাকর্মীরা তাকে দেখতে যান।
এসময় আরও উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় সদস্য ও যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নীরব রায়হান, এনসিপির জেলার সংগঠক জাবেদ আলম, তরিকুল ইসলাম, রাকিব, বাঁধন, ফারদিন সহ অনেকে।
এসময় নেতাকর্মীরা আবু আল ইউসুফ খান টিপুর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন।








































আপনার মতামত লিখুন :