সরকার কর্তৃক পরিচালিত ও খাদ্য অধিদপ্তরের বাস্তবায়নে ওএমএস দোকানে চাল বিক্রির কার্যক্রম পরিদর্শন করেছে খাদ্য অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা। অভিযোগের পরিপ্রেক্ষিতে উক্ত ট্রাক সেল কার্যক্রম পরিদর্শন করেন খাদ্য পরিদর্শক আমিনুল ইসলাম জুয়েল।
রোববার ৭ ডিসেম্বর সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটে অবস্থিত নারায়ণগঞ্জ আদালত মসজিদ সংলগ্ন স্পটে পরিদর্শন কার্যকম পরিচালনা করেন ।
এ সময় তারা স্পটে কিছু বিশৃঙ্খলা দেখতে পেয়ে ব্যবস্থা গ্রহণ করেন এবং ডিলারকে সকল প্রকার বিশৃঙ্খলা এড়িয়ে শৃঙ্খলার মধ্যে পন্য বিক্রির নির্দেশ দেন।
খাদ্য পরিদর্শক আমিনুল ইসলাম জুয়েল জানান, আজকে আমরা অভিযোগ পেয়ে নতুন কোর্ট সংলগ্ন মসজিদের পেছনে খালি মাঠে ওএমএস এর ট্রাক সেল কার্যক্রম পরিদর্শনে এসেছি। এখানে এসে আমরা কিছুটা বিশৃঙ্খলা দেখতে পেয়েছি। ভোক্তাদের শৃঙ্খলার মধ্যে রেখে আমরা চাল ও আটা বিক্রির ব্যবস্থা করেছি। এ ব্যাপারে ডিলারকে সর্তক করা হয়েছে।
তিনি আরো জানান, বাংলাদেশ সরকার কর্তৃক ওএমএস কার্যক্রমে প্রতিটি দোকানে দৈনিক এক মেট্রিক টন চাল ও দুই মেট্রিক টন আটা ভোক্তাদের মাঝে স্বল্প মূল্যে বিক্রি করা হয়। একজন ভোক্তা সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৫ কেজি আটা নিতে পারবে। চালের মূল্য প্রতি কেজি ৩০টাকা এবং আটার মূল্য প্রতি কেজি ২৪ টাকা। এখান থেকে চাল ও আটা নিতে কোন প্রকার কার্ড, জাতীয় পরিচয়পত্র কিছুই প্রয়োজন হয়না।








































আপনার মতামত লিখুন :