News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

নির্বাচনের শেষ পর্যন্ত থাকবে মাকসুদ : স্ত্রী নার্গিস


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৬:২৯ পিএম নির্বাচনের শেষ পর্যন্ত থাকবে মাকসুদ : স্ত্রী নার্গিস

নারায়ণগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ পর্যন্ত থাকবেন জানিয়েছেন তার স্ত্রী নার্গিস মাকসুদ।

তিনি বলেছেন, কেউ ধৈর্য্য হারাবেন না, মিথ্যা গুজব উঠবে সেগুলো কান দিবেন না। নির্বাচন থেকে দূরে রাখার অপচেষ্টা চলছে, সেগুলো অতিক্রম করে প্রতীক বরাদ্দের আগেই ফিরবেন মাকসুদ হোসেন।

নার্গিস মাকসুদ জানিয়েছেন, মাকসুদকে একাধিক মিথ্যা মামলা দিয়ে নির্বাচন থেকে দূরে সরে রাখার পাঁয়তারা করছে। শহর-বন্দরের সাধারণ মানুষ জানেন, মাকসুদ হোসেন নির্দোষ তারপরও তার জনপ্রিয়তা রুখে দিতে চায়। প্রভাবশালীদের রক্ষচক্ষু উপেক্ষা করে বন্দর উপজেলা পরিষদের সাধারণ ভোটারদের ভালোবাসায় তাদের মূল্যাবান ভোট দিয়ে মাকসুদ হোসেন চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তাকে এবার শহর-বন্দরের আসনে এমপি করতে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার অপেক্ষা করছে ভোটাররা। অতিশ্রীঘ্রই প্রার্থীতা ফিরে পেয়ে জনগণের কাছে যাবেন মাকসুদ হোসেন।

নার্গিস মাকসুদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, আসসালামু আলাইকুম, শ্রদ্ধেয়, বন্দর ও সদরবাসী, আমাদের শুভাকাঙ্খি, শুভানুধ্যায়ী, কর্মী ও সমর্থকবৃন্দ। আপনাদেরকে অবগত ও আশ্বস্ত করার জন্য জানাচ্ছি যে, আপনাদের সকলের প্রিয়মুখ ও নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের প্রার্থীতা ফিরে পেতে আমরা কাজ করছি। মনোনয়নপত্র জমার পূর্বের দিন পর্যন্ত হোল্ডিং ট্যাক্সের (বিলের কাগজ) না আসায় আমরা তা জমা দিতে পারিনি। অতঃপর আমরা হোল্ডিং ট্যাক্স জমা দিয়েছি এবং যথাযথ নিয়ম মেনে আমরা নির্বাচন কমিশন বরাবরে আপিল দায়ের করছি। আপিল ৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত করা যাবে এবং ১০-১৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে। অতএব, সকলে ধৈর্য্য ধরুন, দোয়া করুন ও ঐক্যবদ্ধ থাকুন। আপনাদের প্রিয় আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন তার প্রার্থীতা ফিরে পাবেন ইনশাআল্লাহ। অনুরোধক্রমেঃ নার্গিস মাকসুদ

 

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group