News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

সেলিম ওসমান ও বিএনপি প্রার্থী নিয়ে এনসিপি নেতার বিস্ফোরক পোস্ট


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৪:০৮ পিএম সেলিম ওসমান ও বিএনপি প্রার্থী  নিয়ে এনসিপি নেতার বিস্ফোরক পোস্ট

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ ও বিএনপির একজন এমপি প্রার্থীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন এনসিপির একজন কেন্দ্রীয় নেতা। বিএনপির ওই এমপি প্রার্থীর জন্য অন্য একটি রাজনৈতিক দল প্রক্সি হিসেবে কাজ করছেন এবং পুরো দল মিলে প্রচারণার আইডিয়া সাজায় দেয় বলেও তিনি উল্লেখ করেন। সাথে কিছু সাংবাদিক এবং নারায়ণগঞ্জ আদালতের বিএনপির বড় আইনজীবীরাও আওয়ামী লীগের হয়ে কাজ করছেন বলে তিনি অভিযোগ তুলেছেন। ওই পোস্টে তিনি প্রশাসনকে ইঙ্গিত করেছেন, সেই সাথে এই পোস্টের কারণে অনেকের চক্ষুশূল হবে বলেও মন্তব্য করেছেন।

এনসিপি কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী নিজের ফেসবুক আইডিতে শনিবার ১৩ ডিসেম্বর এমন পোস্ট দিয়ে আলোচনার সৃষ্টি করেছেন।

তিনি লিখেছেন, সেলিম ওসমান অফিস করে, ব্যবসা চালায়। প্রশাসন জানে, কিন্তু ব্যবস্থা নেয় না। কারণ বিএনপির এমপি প্রার্থী শেল্টার দেয়। এইগুলা নারায়ণগঞ্জ এর ওপেন সিক্রেট।

এদিকে বিএনপির সেই এমপি প্রার্থীর প্রক্সি হিসেবে আবার আরেক দল কাজ করতেসে,পুরো দল মিলে তার প্রচারণার আইডিয়া সাজায় দেয়!

এরসাথে আছে কিছু সাংবাদিক। নারায়ণগঞ্জ এর কোর্ট পাড়ায় বিএনপির বড় উকিলেরা জামিন করায় লিগের লোকজনের।

রুমিন ফারহানার মতো লোক ও আসছিল বৈষম্যবিরোধী মামলায় লিগের একজন কে জামিন করাইতে। লিগের সন্ত্রাসীরা এখন প্রকাশ্যে ঘোরাঘুরি করে।

জানি এইগুলা বললে এখন আমার বিরুদ্ধে শুরু হবে অনলাইন অফলাইনে আক্রমণ। তবু লিখলাম, চুপ করে আর কত!

এখন কেউ আইসা এমপি প্রার্থীর নাম বলতে বলবেন না,সবাই ই জানে। এইগুলা ওপেন সিক্রেট। যতটুকু লিখসি এতেই অনেকের চক্ষুশূল হয়ে গেছি।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group