News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ২ কার্তিক ১৪৩২

নেতাদের তির্যক মন্তব্যে ডুবছে বিএনপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ১০:৫৬ পিএম নেতাদের তির্যক মন্তব্যে ডুবছে বিএনপি

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি দলীয় মনোনয়ন যুদ্ধে প্রার্থী ও নেতাদের মধ্যে তুমুল আলোচনা সমালোচনা বক্তব্যে শুরু হয়েছে। গত ২২ সেপ্টেম্বর কেন্দ্রীয় বিএনপি কার্যালয়ে শীর্ষ নেতাদের সামনে মাসুদুজ্জামানের দলের যোগদান নিয়ে কাদাঁছোড়াছুড়ি না হয় সেদিকে নজর রাখার আহবান জানিয়ে ছিলেন নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। নব্য যোগদানকারী শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদকে ইঙ্গিত করে সেই বক্তব্যে মাত্র ২১ দিনে পাল্টে গেলে দৃশ্যপট।

মহানগর বিএনপিতে আশ্রয় না পেয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন মাসুদুজ্জামান এমনতা তিনি জানিয়েছেন। অন্যদিকে মহানগর বিএনপি তাকে নিয়ে মনোনয়ন প্রত্যাশায় এক মঞ্চে থাকার আহবান উড়িয়ে দিলে মাসুদের সাথে মহানগর বিএনপি বিরোধী সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। নারায়ণগঞ্জ-৫ আসন শহর-বন্দর অঞ্চলে মাসুদুজ্জামান মাসুদের আগে থেকে মনোনয়ন প্রত্যাশি হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। যার কারণে তিন প্রার্থীর মধ্যে তুমুল লড়াইয়ে এবার কাদাঁ ছুড়াছুড়ি পর্যায়ে হয়ে গেছে পরিস্থিতি।

কেন্দ্রীয় কার্যালয়ে মাসুদুজ্জামান মাসুদের যোগদান অনুষ্ঠানে সিনিয়র নেতাদের সামনে সাহসী বক্তব্যে রেখেছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলে ছিলেন, একটি কথায় যার আদর্শ প্রেরণায় সুযোগ্য সন্তান তারেক রহমান যে নির্দেশ দিবে সেটা বাস্তবায়ন করতে আমরা শিরোধার্য। তিনি (মাসুদুজ্জামান) আসছেন তাকে অবশ্যই ওয়েলকাম জানাই। যে কোন যোগদানকে আমরা স্বাগত জানাই। যেহেতু আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে স্বাগত জানিয়েছেন। কথা হলো যারা দীর্ঘদিন ধরে রাজপথে পরিশ্রমিক ছিলেন, তাদের রক্ত ঘামের সাথে বেঈমানী না করি। পাশাপাশি যেহেতু নারায়ণগঞ্জ মহানগর বিএনপি একটি কমিটি আছে, যেই আসুক মাসুদ সাহেব নবাগত। এখানে অতিথিরা আছেন, তাকে নির্দেশ দিবেন দলের চেইন অব কমান্ড ভিতর থেকে সংগঠন পরিচালনা করতে আমাদের সহযোগিতা ও ভিতরে থাকেন। সামনে আসন্ন নির্বাচন, সেই নির্বাচন নিয়ে কাদাঁছোড়াছুড়ি কোন ভুল সিদ্ধান্তে কেউ যেন না এগিয়ে যায়। যিনি আসছেন, তার সাফল্যতা কামনা করি।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব টিপু বিহীন নিজ বলয়ে রাজপথে সক্রিয় রয়েছেন নব্য যোগদানকারী মাসুদুজ্জামান মাসুদ। চেইন অব কমান্ড ভেঙ্গে প্রতি নিয়ত মাসুদের একক আয়োজনে ক্ষোভ ঝাড়ছে মহানগর বিএনপি নেতারা। ১৩ অক্টোবর মুক্তিযোদ্ধা সংসদে মুক্তিযোদ্ধা সমর্থন নিয়ে টিপুকে ইঙ্গিত করে মাসুদুজ্জামান বলেছেন, অনেকে প্রশ্ন করেন আমি বিএনপি করি কিনা। চেয়ারে বসতে হলে চেহারা লাগে, যোগ্যতা লাগে। আন্দাজে বললেই হবে না, যারা এইসব কথা বলেন তারা ইউনিয়ন পরিষদে মেম্বার নির্বাচন করে দেখেন। পাস করতে পারেন কিনা, মেম্বার অব পার্লামেন্ট ভিন্ন জিনিস। এইটার মানে আপনি যদি আমাকে বোঝাতে পারেন, তাহলে আসেন আমি পেছনে চলে যাবো। ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সরদার।

এমন বক্তব্যে মহানগর বিএনপি শীর্ষ নেতাদের ভিতরে ক্ষোভ সৃষ্টি হয়েছে। মাসুদের বক্তব্যে পাল্টা বক্তব্যে মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান বলেছেন, এ ধরনের বক্তব্য হলো দাম্ভিকতাপূর্ণ। কোনো রাজনৈতিক নেতা অন্য কোন রাজনৈতিক নেতা সম্পর্কে এই ধরনের বক্তব্য দিতে পারেনা। উনি যে বক্তব্য দিছে অশিক্ষিত মানুষেরা সাধারণত এ ধরনের বক্তব্য দেয়। উনার শিক্ষাগত যোগ্যতা কি এটা আমার জানা নাই। তার বক্তব্যের মাধ্যমে তাঁর শিক্ষাগত যোগ্যতা কম এটাই প্রমাণিত হয়। সে যা বলতেছে মনে হচ্ছে সে বিএনপি মা বাপ, এই ধরনের বক্তব্য দিচ্ছে। সে যদি আগে থেকেই বিএনপি করে তাহলে সে ২২ তারিখে কেন বিএনপিতে যোগ দিলো? যে যোগ দেওয়া বা কাজ করার জন্য আমাদের সাথে কখনোই যোগাযোগ করে নাই। এগুলোর তার অর্থের দাম্ভিকতা। অর্থ ছাড়া তার আর কিছু নাই। আর যে অর্থ আছে সেগুলো হলো ব্যাংকের টাকা, সরকারের টাকা, সেই টাকা দিয়ে সে দাম্ভিকতা দেখাচ্ছে।

অন্যদিকে মাসুদের বক্তব্যে পরিপ্রেক্ষিতে আবু আল ইউসুফ খান টিপু জানান, উনি তো রাজনৈতিকভাবে শিশু বাচ্চা। শিল্পপতি হিসেবে প্রতিষ্ঠিত, রাজনীতি কাকে বলে, কি বলতে হয়, যে নিজের শরীর বাচাইয়া, সম্পদ বাচাইয়া রাজনীতি করতে চায়। গত ১৬ বছর সে কি করছিলো, কোথায় ছিলো? উনার জীবনে উনি কাউকে এমপি, কমিশনার মেম্বার বানাইছে? আমরা বানাইছি, উনি মিথ্যার আশ্রয় নিয়েছে। যোগদানের উনি আমাদের বলেছেন উনাকে জনগণের সাথে পরিচয় করিয়ে দিতে, আমরা বলেছি আমাদের নেতা তারেক রহমানকে দিয়ে ফোন করান, যদি উনি বলে তাহলে উনার নির্দেশনা মানবো।

Islam's Group