News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৯ পৌষ ১৪৩২

নারায়ণগঞ্জকে অশান্তের পাঁয়তারা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ১০:২১ পিএম নারায়ণগঞ্জকে অশান্তের পাঁয়তারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর আবারও নারায়ণগঞ্জকে অশান্ত করার পরিকল্পনায় মেতে উঠেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এবার তারা শিল্প নগরীর গার্মেন্টস শ্রমিকদের ব্যবহারের মাধ্যমে জেলায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারার প্রচেষ্টা নেমেছেন। তারই দেখা মিলেছে 'রাসেল গার্মেন্টসের' শ্রমিকদের বিক্ষোভের দৃশ্যপটে।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে কয়েক ঘণ্টাব্যাপী রাসেল গার্মেন্টসের কয়েক শতাধিক শ্রমিক শহরের অন্যতম প্রধান ব্যস্ত এলাকা চাষাড়া সড়কের একটি অংশে জড়ো হয়ে এই বিক্ষোভ করেন। এসময় শ্রমিকদের বিক্ষোভের ফলে মানুষের ভোগান্তি সৃষ্টি হলে তাৎক্ষণিক সেনাবাহিনী,পুলিশ ও বিজিবি ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

দেখা গেছে, কয়েকশো শ্রমিক একত্রিত হয়ে বিনাকারণে শ্রমিক ছাটাই ও গার্মেন্টসটির জিএম'র এর অপসারণের দাবি জানিয়ে অবস্থান নেন।

শ্রমিকদের এই আন্দোলনের মূলে জেলাকে অশান্ত করার পরিকল্পনা করা হচ্ছে বলে অনুসন্ধান বেড়েছে এসেছে। যার নীলনকশায় রয়েছে নারায়ণগঞ্জের আলোচিত পলাতক শ্রমিকলীগ নেতা কাউসার আহমেদ পলাশের ঘনিষ্ঠ সহযোগী রাসেল নামের এক ব্যক্তি। এই রাসেল ওই কারখানায় অপারেটর শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন। সে বেশ কিছুদিন যাবত নিজ সহকর্মী শ্রমিকদের উসকে দিয়ে বিক্ষোভে নামিয়েছেন। ধারণা করা হচ্ছে শ্রমিকলীগ নেতা পলাশের নির্দেশনায় তার সহযোগী রাসেল শান্ত শহরকে বিশৃঙ্খলার মাধ্যমে গরম করে তোলার মিশনে নেমেছে। যার কিছুটা আন্দাজ বিকেএমইএও পেয়েছেন।

বিক্ষোভের অল্প কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী,বিজিবি এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রাসেল সেনাবাহিনীর উপস্থিতি দেখে দ্রুত স্থান ত্যাগ করে সটকে পড়ে। এরপর অন্যান্য শ্রমিকদের জনস্বার্থে সড়ক হতে সরতে বলা সত্বেও অস্বীকৃতি জানায়। পরবর্তীতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা মানুষের ভোগান্তি এড়াতে বিক্ষোভকারীদের পাঁচ মিনিটের মধ্যে সড়ক ছাড়ে যাওয়ার আল্টিমেটাম দেন। একপর্যায়ে ওই কর্মকর্তার  আল্টিমেটামে সড়ক ছেড়ে যেতে বাধ্য হন।

এ বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ মহাপরিদর্শক রাজীব চন্দ্র ঘোষ বলেন, রাসেল গার্মেন্টসের শ্রমিকরা কিছু দাবি দাওয়া নিয়ে সড়ক অবরোধ করেছিরো। পরে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী এসে তাদের বুঝিয়ে সরিয়ে দেন। তবে এখানে তাদের অনেক দাবি অযোক্তিক। যার কারণে সমস্যার সমাধান হচ্ছে না।

ঘটনাস্থলে উপস্থিত থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর বলেন, রাসেল গার্মেন্টসের শ্রমিকরা চাষাড়া সড়ক বন্ধ করে বিক্ষোভ করছিলো। পরবর্তীতে আমরা জেলা প্রশাসকের নির্দেশনায় শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। সেই সাথে প্রশাসনের সহযোগিতায় মালিক কর্তৃপক্ষের সাথে শ্রমিক বসে আলোচনার মধ্য দিয়ে তাদের সমস্যার সমাধান করবেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিকেএমইএ’র এক কর্মকর্তা বলেন, কারো উস্কানি কিংবা ইন্ধন ছাড়া ছোট্ট এক বিষয়ে টানা দুদিন সড়ক বন্ধ করার সাহস তারা কখনোই পাওয়ার কথা নয়। আমি শুনেছি শ্রমিক লীগ নেতা কাউসার আহম্মেদ পলাশের এক অনুসারী এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। আবার সামনেই জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে সিম্পল বিষয় নিয়ে কোনো ধরণের ষড়যন্ত্র হচ্ছে কিনা আমিও পুরোদমে নিশ্চিত নই। আর মাত্র অল্প কিছুসংখ্যক শ্রমিক যে ১৭ দফা দাবি আদায়ের জন্য এই আন্দোলন করছেন তা আমার বোধগম্য নয়। কারণ অধিকাংশ দাবিই অযৌক্তিক। আবার আইনের বাহিরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই। তাদের নিয়ে রোববার ডিসি অফিসে এক দফা আলোচনা হয়। আলোচনায় নেওয়া সিদ্ধান্ত না শুনে এদিন রাতে সড়ক বন্ধ করে আন্দোলন করে আবার রোববার সকালে প্রায় দুই ঘন্টা রাস্তা বন্ধ করে এই আন্দোলন করে। এর পিছনে কে আছে তা আমরা খতিয়ে দেখছি।

তিনি আরও বলেন, এই সমস্যা সমাধানের জন্য মঙ্গলবার সকাল ১১টায় আমরা আন্দোলনরত শ্রমিকদের মধ্য থেকে ৫জনকে নিয়ে ডিসি অফিসে বৈঠক করবো। আশা করছি, এদিন এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং আন্দোলনের পিছনে কে বা কারা রয়েছেন তা বের করা সহজ হবে।  

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের কাছে পলাশ কিংবা রাসেল নামক ব্যক্তিদের কোনো উস্কানিমূলক তথ্য নেই। আমরা শ্রমিকদের আন্দোলন নিয়ে এগোচ্ছি। তবে নেতৃত্ব পর্যায়ে রাসেল নামের একজনের নাম আছে। ভিন্নখ্যাতের কোনো তথ্য নেই।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group