নারায়ণগঞ্জে ঘোষিত চারটি আসনে বিএনপির প্রার্থীরা ধীরে ধীরে তাদের ইশতেহার প্রকাশ করতে শুরু করছেন। আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা না করলেও অনানুষ্ঠানিকভাবে তাদের সম্ভাব্য কর্মপরিকল্পনা তুলে ধরছেন ভোটারদের সামনে। সম্প্রতি নারায়ণগঞ্জের চারটি আসনে বিএনপি প্রার্থীরা গণমাধ্যমের সামনে তাদের সম্ভাব্য ইশতেহার এবং পরিকল্পনার কথা জানিয়েছেন। যা নিয়ে শুরু হয়েছে নানান আলোচনা।
নারায়ণগঞ্জ-১ আসনে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বেশ ফুরফুরে মেজাজে তার নির্বাচনী কর্মকান্ড পরিচালনা করছেন প্রতিনিয়ত। বিভিন্ন এলাকায় হাজির হয়ে সেখানকার মানুষের সমস্যার কথা জেনে নিচ্ছেন এবং সেগুলো নোট নিয়ে সমাধানের উদ্যোগ নিচ্ছেন।
দিপু ভুঁইয়া বলেন, রূপগঞ্জ একটি ইন্ডাস্ট্রিয়াল জোন এবং আবাসনের বড় একটি অঞ্চল। রূপগঞ্জের পূর্বাচল অংশটা সিটি করপোরেশন হওয়া উচিত। এখানে নানান সংস্থার হাউজিং আছে। এখানে যদি আলাদা একটি সিটি করপোরেশন হয় তাহলে এই অঞ্চলের মানুষ অনেক বেশী উপকৃত হবে। আমি চেষ্টা করবো এখানে আলাদা একটি সিটি করপোরেশন করতে। এছাড়া রূপগঞ্জের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে উন্নত করতে হবে। স্বাস্থ্য খাত খুবই নাজুক, এখানে ভালো মানের হাসপাতাল তৈরীর পরিকল্পনা আছে। যেন কম খরচে রূপগঞ্জবাসী সেবা পেতে পারেন।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে রূপগঞ্জে প্রচুর সন্ত্রাসী জন্মেছে। এই সন্ত্রাস দমনে আমাদের দলীয় চেষ্টা অব্যহত আছে। প্রশাসনকে সাথে নিয়ে আমরা চেষ্টা করছি। আমি নির্বাচিত হলে প্রশাসন ও জনগনের সাথে মিলে এই সন্ত্রাস দমন করা হবে। প্রতিটি গ্রামে গ্রামে কমিটি করে দেয়া হবে, যেন মামলায় না গিয়ে অঞ্চলে বসেই তাদের সমস্যার সমাধান করতে পারে সেই উদ্যোগ নেয়া হবে।
নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ মনোনয়ন পাওয়ার পর অভ্যন্তরীণ কোন্দলের কারণে বেশ চ্যালেঞ্জের মুখে ছিলেন। তবে সেসব বাধা বিপত্তি অনেকটাই কাটিয়ে উঠে এখন নির্বাচনী কাজ করছেন পুরোদমে। তিনি বলেন, আড়াইহাজারে বেশ কিছু সমস্যা আছে যেগুলো বিগত ১৭ বছরে তৈরী হয়েছে। যেই কাজগুলো হওয়া প্রয়োজন ছিলো কিন্তু হয়নি। আমাদের মেঘনা নদীর দিকে যেই রাস্তা গেছে, সেই রাস্তা ধরে অনেক ভারী যানবাহন চলাচল করে। যা ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার হোমনার দিকে যাচ্ছে। এই রাস্তার অবস্থা খারাপ। মোট কথা রাস্তাগুলো সংস্কার করতে হবে। বিভিন্ন গ্রাম পর্যায়ে নতুন রোড করতে হবে। এছাড়া আড়াইহাজারে কোন সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার, মাদক ব্যবসায়ীদের স্থান দিব না। আমরা জয় পেলে আড়াইহাজারে কোন চাঁদাবাজি হতে দিব না। হয় চাঁদাবাজরা ভালোভাবে চলবে, অথবা তারা এলাকায় থাকতে পারবে না। বহু চাঁদাবাজ পালিয়ে গেছে। কোন অন্যায়কারীদের প্রশ্রয় আমরা দিব না। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য আমরা বদ্ধ পরিকর।
নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নান মনোনয়ন পাওয়ার পর অন্তত সাতজন মনোনয়ন প্রত্যাশী তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তবে ক্রমেই সেই বিরোধীদের অবস্থান ক্ষীণ হয়ে আসছে। নির্বাচনী পরিকল্পনা নিয়ে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং যারা তরুণ আছে তাদের নিয়ে আমি কাজ করতে চাই। বিশেষ করে তরুনদের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে চাই। আইন শৃঙ্খলার উন্নয়নের জন্য সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ের মানুষদের সাথে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ করবো। এছাড়া কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার জন্য নারীদের সুদ বিহীন ঋণ দেয়ার উদ্যোগ নিব। এই অঞ্চলের মানুষকে স্বাবলম্বী করে তোলাই আমাদের লক্ষ্য। আমাদের অন্তত ৩০ শতাংশ ভোটার তরুন। এই জেলার তরুনরা যেন এই অঞ্চলের শিল্প প্রতিষ্ঠানে চাকরি করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করা হবে। আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য আমাদের সবার আগে মাদক নিয়ন্ত্রণ করতে হবে।
নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়াবার ঘোষণা দিয়ে ফের ফিরে এসেছেন নির্বাচনী প্রচারনায়। নিজের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আমাদের একটি পরিকল্পনা আছে এই শহরকে কিভাবে বাসযোগ্য নগরী হিসেবে তৈরী করা যায়। এই শহর এবং বন্দরকে নিয়ে অনেক পরিকল্পনা আছে। এর মধ্যে যানজট, আইন শৃঙ্খলা, মাদক, কিশোর গ্যাং, এগুলো আমাদের জন্য বড় ইস্যু। এগুলো সমাধানে কাজ করতে চাই। তরুন ও প্রবীনদের নিয়ে এই শহরকে বাসযোগ্য এবং আধুনিক নগর গড়তে চাই। আমাদের শহরটা চলাচলের অনুপুযোগী হয়ে গেছে। এখানকার ড্রেনেজ ব্যবস্থা, ফুটপাত অকেজো প্রায়। সিটি করপোরেশনকে সাথে নিয়ে কাজ করা হবে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ একটি ঘণবসতি ও শিল্পনগরী। কিন্তু শহরটা শিল্পবান্ধব বলা যায় না। আমাদের শীতলক্ষ্যা নদী মৃতপ্রায়। এই নদীটির পুরোনো চিত্র ফিরিয়ে আনার পরিকল্পনা আছে। শহরে ধুলোবালি ও দূষনের কারনে শ্বাস নেয়া যায়না। ফলে এগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। মাদক নির্মূল ও আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটানোর জন্য প্রশাসনের সাথে সম্মিলিত ভাবে আমরা কাজ করবো। এছাড়া একটি ইন্ডাস্ট্রিয়াল হাব করতে চাই, একটি মেডিকেল কলেজ করতে চাই, বন্দরে ইকোনোমিক জোন করার ইচ্ছা আছে আমাদের।


































আপনার মতামত লিখুন :