News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

জেলা প্রশাসকের নানা কর্মকাণ্ড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ১০:০০ পিএম জেলা প্রশাসকের নানা কর্মকাণ্ড

গ্রীণ অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচীতে এক লাখ বৃক্ষরোপন ও খাল পরিস্কারে আলোচিত রয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এর আগে জুলাই-আগষ্টের হতাহত পরিবারদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। নতুন স্বাধীনতার বীরদের স্মরণে হাজীগঞ্জে দেশের প্রথম স্মৃতিস্তম্ভ নির্মাণ করে প্রশংসিত হয়েছেন জেলা প্রশাসক। অন্যদিকে শহরের যানজট ও হকারমুক্ত পরিবেশ করতে নাসিক প্রশাসক সহ জেলা পুলিশের সাথে দফা দফা বৈঠক ও চাহিদা পূরণের উদ্যোগ নেন। কিন্তু অদৃশ্য কারণে জেলা প্রশাসকের দক্ষভাবে নগরে অবৈধ যান চলাচল বন্ধে ও হকারমুক্ত ফুটপাত নগর গড়ে তুলতে বাধা হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাস ভাড়া নিয়ে হঠাৎ বৈঠকে আপত্তির মধ্যে ৫টাকা বাড়িয়ে নেন বাস মালিকেরা। এতেই জেলা প্রশাসকের বিরুদ্ধে রাজনৈতিক দল, সুশীল সমাজ, ছাত্র-জনতা সহ জনসাধারণ ফুঁসে উঠে। এমন সমালোচিত হওয়ার আগেই গত শুক্রবার সকালে ৫ টাকা ভাড়া স্থগিত ঘোষণা করেন জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।

বাস ভাড়া ও স্থগিত নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে একাধিক সূত্রে জানা গেছে অন্যকথা। বাস ভাড়া বৃদ্ধি জেলা প্রশাসক একক সিদ্ধান্ত হয়নি, বরং সকলের পরামর্শক্রমে সরকারি নির্ধারিত ভাড়া থেকে ২টাকা ৫০ পয়সা কম করা হয়। বৈঠকের পর সমালোচনা ধীরে ধীরে বৃদ্ধি পায়। এমন সংবাদে জেলা প্রশাসক দ্রæত সময়ে বাস ভাড়া বৃদ্ধি স্থগিত সিদ্ধান্ত নিয়ে নিরপেক্ষ প্রকাশ করেন।

জানা যায়, ২০২৫ সালের মে ও জুলাই মাসে 'গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ' কর্মসূচির অধীনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এক লাখ বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করেছেন। এই কর্মসূচির লক্ষ্য ছিল শিল্পপ্রধান, দূষণযুক্ত নারায়ণগঞ্জকে সবুজে ভরপুর করে একটি পরিবেশবান্ধব ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলা এবং 'নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা' এই স্লোগানকে বাস্তবায়ন করা। কর্মসূচির উদ্দেশ্য: বায়ু দূষণ নিয়ন্ত্রণে রাখা, শহরের পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা, টেকসই নগরায়ণ নিশ্চিত করা।

আগষ্টের শুরুতে জেলা প্রশাসন স¤প্রতি 'গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ' কর্মসূচির আওতায় শহরজুড়ে খাল পরিষ্কার ও খনন কার্যক্রম শুরু করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো জলাবদ্ধতা নিরসন এবং খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখা। তবে, খাল পরিষ্কারের পরও দ্রুতই তাতে ময়লা ফেলার কারণে এটি একটি চ্যালেঞ্জিং কাজ বলে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া উল্লেখ করেছেন, যার জন্য সচেতনতা বৃদ্ধি এবং আইনি ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জে জেলা প্রশাসক প্রচেষ্টায় দেশের প্রথম নারায়ণগঞ্জে জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অন্তবর্তী সরকারের পাচঁ উপদেষ্টা। এটি জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মাণ করা হয়েছে এবং জেলা শহরের হাজীগঞ্জ এলাকায় অবস্থিত।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া নারায়ণগঞ্জ শহরকে যানজট ও হকারমুক্ত করার জন্য কাজ করছেন এবং এই সমস্যাকে তার প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন। সমস্যা সমাধানে তিনি সিটি কর্পোরেশন, জেলা পুলিশ, সেনাবাহিনী ও বিআরটিএ-র মতো সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সহায়তা চেয়েছেন। তিনি জানিয়েছেন, নারায়ণগঞ্জের যানজট ও হকার সমস্যা তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম।

এদিকে হঠাৎ বাস ভাড়া নিয়ে সমালোচনা চেষ্টা করা হয়েছে জেলা প্রশাসককে। আওয়ামীলীগ সরকার আমলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ২০২১ সালের অক্টোবরে বিআরটিসির বাসের ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ভাড়া ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়। তখন বেসরকারি বাসের ভাড়া ছিলো ৫০ টাকা। অন্যদিকে ২০২১ সালের ১৭ নভেম্বর যাত্রীরা বিআরটিসি বাসের ভাড়া আরো কমানোর দাবি জানালে এটি আরো ২ টাকা কমানো হলো। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দ্বি-তলা বাসের ভাড়া ২ টাকা কমিয়ে ৩৮ টাকা করা হয়েছে। এ রুটে বর্তমানে বেসরকারি বাসের ভাড়া ৪৫ টাকা। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী অন্যান্য পরিবহনের বাসগুলোও জেলা প্রশাসকের মধ্যস্থতায় ৫০ টাকা থেকে পাঁচ টাকা কমিয়ে বর্তমানে ৪৫ টাকা করে ভাড়া আদায় করেছে।

আবারো নয় মাসের মাথায় ২০২২ সালের ৭ আগষ্ট থেকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে সারাদেশের মতো ঢাকা-নারায়ণগঞ্জ রুটেও বেড়ে যায় পরিবহন ভাড়া। এ রুটে চলাচল করা বিভিন্ন পরিবহনের বাসে টিকিট প্রতি ১০/২০ টাকা করে বেশি নেওয়া হয়। তিনদিন ব্যবধানে ১০ আগষ্ট নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নামে নারায়ণগঞ্জের একটি নাগরিক সংগঠন বাস ভাড়া কমানো দাবি জানায়। এর প্রেক্ষিতে ১৪ আগস্ট  জেলা  প্রশাসকের সম্মেলন কক্ষে বাস মালিক, যাত্রী অধিকার  সংরক্ষণ ফোরাম ও বিআরটি এর প্রতিনিধিদের সম্মিলিত টিম সরেজমিনে ঢাকা নারায়ণগঞ্জ দূরত্ব পরিমাপে সিদ্ধান্ত  গ্রহন করেন তৎকালীন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মনজুরুল হাফিজ। সেই পরিদর্শন টীম নারায়ণগঞ্জ থেকে  ঢাকা যাওয়ার পথে ১৯.৫ কিলোমিটার  ও ঢাকা থেকে  নারায়ণগঞ্জ আসার পথে ২১.২০ কিলোমিটার দুরত্ব নির্ধারণ করেন। সেই হিসাবেই ২০২২ সালের ১৭ আগষ্ট থেকে ঢাকা নারায়ণগঞ্জ বাস ভাড়া ৫৫ টাকা নির্ধারণ করে জেলা প্রশাসন।

অন্যদিকে দুই বছর পর গত বছর ৫ আগষ্ট ছাত্র-জনতা আন্দোলনের মুখে আওয়ামীলীগ সরকার পতনের পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা এসি ও নন-এসি বাসের ভাড়া কমানোর দাবিতে হরতালসহ নয়টি কর্মসূচি ঘোষণা করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। এই রুটে নন-এসি বাসের ভাড়া সর্বোচ্চ ৪৫ টাকা এবং এসি বাসের ভাড়া সর্বোচ্চ ৬৫ টাকা করার দাবি জানানো হয়। একইসাথে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করারও দাবি জানান সংগঠনটির নেতারা। এতে ২৭ অক্টোবর সংবাদ সম্মেলনে বাসভাড়া কমানোর দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম ২৯ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত লিফলেট বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা, নাগরিকদের সাথে মতবিনিময়, মিছিল, সমাবেশ ও মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। দাবি মানা না হলে ১৭ নভেম্বর অর্ধদিবস হরতালেরও ডাক দেয় সংগঠনটি।

এমন ঘোষনায় গত বছর ১৭ নভেম্বর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাস ভাড়া পাঁচ টাকা কমিয়ে ৫০ টাকা এবং এসি বাস ভাড়া ৭০ টাকা নির্ধারণ করে জেলা প্রশাসন। এ ঘোষণার পর হরতাল কর্মসূচি প্রত্যাহার করে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন সংগঠনটির আহŸায়ক রফিউর রাব্বি। এর আগে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাস ভাড়া কমানোর বিষয়টি জানান তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। বাস ভাড়া কমানোর ঘোষণার সময় বাস মালিকরাও জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন।

মাত্র নয় মাসের ব্যবধানে অন্তবর্তী সরকার আমলের দ্বিতীয় দফা বাস ভাড়া বাড়নো ষড়যন্ত্র শুরু করে পরিবহন মালিকরা। রাজনৈতিক দল ও বিশেষ শ্রেণীদের কলাকৌশলে পাচঁ টাকা টিকেট প্রতি বাড়িয়ে নেয়। জেলা প্রশাসনও আপত্তি উপেক্ষা করে বৃহস্পতিবার বাস ভাড়া বাড়ানো ঝড় উঠে যাত্রী ও নেটিজনদের মধ্যে। এতে বাম জোট সহ ছাত্র-জনতা সমাজ বাস ভাড়া বাড়ানো প্রতিবাদে মানববন্ধন, চাষাড়া বøকড ও সভা সমাবেশে যখন প্রস্তুতি নেয় তখন জেলা প্রশাসক বাস ভাড়া স্থগিত ঘোষনা করেন গতকাল শুক্রবার। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘অনিবার্য কারণে গত ২০ আগস্ট বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত ভাড়ার বিষয়ে গৃহীত সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। বর্তমানে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া আগের মতো বহাল থাকবে। আলোচনা সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে গত বুধবার জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫০ টাকার পরিবর্তে ৫৫ টাকা নেওয়া শুরু হয়। যা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন।

Islam's Group