News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

বিষ্ফোরণে হতাহত বাড়ছেই


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৯:৫৬ পিএম বিষ্ফোরণে হতাহত বাড়ছেই

অসাবধানতা, বৈদ্যুদিক শর্টসার্কিট এবং গ্যাস লিকেজ থেকে নারায়ণগঞ্জে বেড়েই চলেছে বিষ্ফোরণের ঘটনা। এই ভয়াবহ বিষ্ফোরণে যেমন আহত ঘটনাও ঘটছে আবার ঘটছে প্রাণহানীও। বারবার এইসব ঘটনায় নারায়ণগঞ্জবাসীর মধ্যে বেড়েছে আতঙ্ক। তবে আতঙ্কিত না হয়ে শুধুমাত্র সতর্কতা থাকলেই বিষ্ফোরণ রোধ করা সম্ভব বলে দাবি নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের। সম্প্রতি সিদ্ধিরগঞ্জের শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেশার বিষ্ফোরণের ঘটনায় শিশুসহ একই পরিবারের ৯জন দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা সবাই চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, গত ২৩ আগস্ট সিদ্ধিরগঞ্জের রনি সিটি সংলগ্ন মুড়ি ফ্যাক্টরি এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফ্রিজ বিষ্ফোরণে ৯ জন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। দগ্ধরা হলেন, হাসান (৩৭),সালমা (৩০), মুনতাহা (১১), জান্নাত (৪), রাইয়ান (৪ মাস), আসমা (৩৫),তিসা (১৬),আরাফাত (১৩)। জানা যায়, রনি সিটি আবাসিক এলাকার জাকির খন্দকার নামক এক বাড়ি মালিকের দুই রুমের টিনশেড ভাড়া বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফ্রিজে বিষ্ফোরণ হয়। এতে মুহুর্তেই ৮ জন দগ্ধ হোন। এসময় বাড়ির আসবাবপত্রসহ পুড়ে যাওয়ার পাশাপাশি টিনের চাল উড়ে যায়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমেই স্থানীয় প্রো অ্যাকটিভ হাসপাতালে পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।এর আগে গত ৩ মার্চ রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা এলাকায় একটি বসত বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৮জন দগ্ধ হোন।

এদিকে তিতাসের দীর্ঘদিনের পুরনো লাইন সংস্কার না করা এবং কর্তৃপক্ষের অবহেলাকেই বেশি দুষছেন নগরবাসী। তাদের ভাষ্য, তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতো তাহলে এইসব বিষ্ফোরণের ঘটনা অনেকটাই কমে আসতো। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলাটি অতি ঘনবসতিপূর্ণ এবং শিল্পাঞ্চল এলাকা। তাই এখানে এইসব বিষ্ফোরণের ঘটনা ঘটা অস্বাভাবিক বিষয় না। কিন্তু এতো গুরুত্বপূর্ণ জেলায় নেই কোনো বার্ণ ইনস্টিডিউট। এর ফলে বিষ্ফোরণে আহত হওয়া রোগীদের চিকিৎসার জন্য জ্যাম ঠেলে ঢাকা মেডিকেলে ছুড়তে হয়। অনেকেই সঠিক সময়ে চিকিৎসার অভাবে মারাও যান। আবার নারায়ণগঞ্জে যে দুটি সরকারি হাসপাতাল রয়েছে তাতে বিষ্ফোরণের শিকার রোগীদের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই বললেই চলে। তারা সবসময় যেকোনো রোগীকেই ঢাকা মেডিকেলে রেফার্ড করে দেন। তাই মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নারায়ণগঞ্জে পুড়ে যাওয়া রোগীদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা বেশি প্রয়োজন বলে মনে করেন নগরবাসী। তাহলে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে যেতে পারে আশা তাদের।  

বিভিন্ন তথ্যমতে জানা যায়, গত ১১ নভেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এলাকায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ৭ জনের শ্রমিক দগ্ধ হয়েছেন। তারা হলেন, মো. মিজান (৩৫), মো. জাহাঙ্গীর আলম (৪৫), মো. রিপন (৩৮), মো.সুলতান (২৩), মো. শাহজালাল (৪৫), জয় (২০) ও রাজু (২৪)। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

গত ২৫ অক্টোবর রাত আনুমানিক ১১ টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ডরগাঁও গ্রামের একটি টিনশেড বাসায় জমা গ্যাস থেকে মশার কয়েল ধরাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সর্বমোট ৬ জন দগ্ধ হোন। এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।

গত ২০ অক্টোবর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী নয়াপাড়া হৃদয়মনি ক্রিয়েটিভ স্কুল রোড এলাকার এক বাড়ির দ্বিতীয় তলায় একটি বসতবাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে ঘটনা ঘটে। এ ঘটনায় কবিতা বেগম (৪৫) নামের এক নারী দগ্ধ হোন। আহত কবিতা বেগম কিশোরগঞ্জের কটিয়াটি এলাকার আব্দুল হামিদের স্ত্রী। তিনি আদমজী ইপিজেডের অনন্ত হুয়াক্সিয়ান নামের এক পোশাক কারখানায় অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।  

সামগ্রিক বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, অসাবধানতার কারণেই এইসব বিষ্ফোরণের ঘটনা বেশি ঘটে থাকে। তবে আগের তুলনায় নারায়ণগঞ্জের এইসব ঘটনা অনেকটাই কমে এসেছে। নারায়ণগঞ্জের গ্যাস লাইনগুলো দীর্ঘদিনের পুরনো হওয়ায় গ্যাস লিকেজ থেকে প্রায় সময় বিষ্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি নারায়ণগঞ্জ অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এইসব বিষ্ফোরণে অনেক মানুষ প্রাণ হারায়। একমাত্র সতর্কতাই পারে এই সমস্যার সমাধান করতে। তাই এইসব বিষ্ফোরণ রোধে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে সতর্ক হতে হবে। যেহেতু রান্নাঘরের চুলা থেকে এইসব বিষ্ফোরণ বেশি ঘটে তাই রান্নাঘরের চুলা সবসময় খোলা রাখতে হবে। লিকেজ থেকে গ্যাস যেনো কোনো বদ্ধ ঘরে না জমতে পারে সেদিকে সবার আগে সজাগ থাকতে হবে।

Islam's Group