News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

বাবার মৃত্যুর ১০ ঘণ্টায় কন্যা শিশুও না ফেরার দেশে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৬:১০ পিএম বাবার মৃত্যুর ১০ ঘণ্টায় কন্যা শিশুও না ফেরার দেশে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের ৯ সদস্য আহতের দুর্ঘটনায় পিতার মৃত্যুর ১০ ঘন্টার মাথায় চার বছর বয়সী শিশুকন্যা জান্নাতও মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে চারজনে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১ টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় এই শিশুর মৃত্যু হয়। 

হাসপাতাল সুত্রে জানা গেছে, বিস্ফোরণে দগ্ধের পর হতে পিতা-মাতাসহ আহত স্বজনদের সঙ্গে টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ দুপুরে পরপারে পাড়ি জমিয়েছেন এই অবুঝ শিশু। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান বলেন, জান্নাত নামক বাচ্চাটির শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। দুপুর ১ টায় তার মৃত্যু হয়। এর আগে এদিন ভোরে তার পিতা হাসান গাজী মৃত্যুবরণ করেছে। বর্তমানে শিশুটির মা সালমাসহ দুজন চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য এর আগে, গত ২২ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৩ টায় আচমকা বিস্ফোরণে পাশাপাশি দুটি ঘরের একই পরিবারের ৯ সদস্য দগ্ধ হোন। পরবর্তীতে তাদের সকলকে জাতীয় বার্ন ইনিস্টিউট হাসপাতালে ভর্তি করানো হলে ২৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত দগ্ধ হওয়া মাত্র ১মাস বয়সী শিশু ইমাম উদ্দিন এবং ২৫ আগস্ট তার নানী তাহেরা আক্তার (৫০) আজ ২৮ আগস্ট হাসান গাজী মৃত্যুবরণ করেন।

Islam's Group