News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

মানবিক সাহায্যের আবেদন স্বাভাবিক জীবনে ফিরতে চায় আব্দুল্লাহ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৬:৫৮ পিএম মানবিক সাহায্যের আবেদন  স্বাভাবিক জীবনে ফিরতে চায় আব্দুল্লাহ

সামান্য সহযোগিতায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে ১৫ বছরের মো. আব্দুল্লাহ । চার বছর ধরে ব্লাড ক্যানসার রোগে আক্রান্ত হয়ে ঢাকায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি হচ্ছে।

আব্দুল্লাহর চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন, যা শিশুটির পরিবারের পক্ষে এই খরচ বহন করা সম্ভব হচ্ছে না। শিশু আব্দুল্লাহ মাদ্রাসার একজন ছাত্র। তার মা নেই, বাবাও খুবই অসুস্থ।

শহরের বাবুরাইল এলাকাতে বসবাস করেন আব্দুল্লাহ। বাবা মোঃ সুমন বলেন, আমি দীর্ঘ ১৮ বছর যাবৎ অসুস্থ, আমার চিকিৎসা চলছে। গত চার বছর যাবৎ আমার ছেলে আব্দুল্লাহ ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। কিন্তু কোনোভাবেই আমরা সেই টাকা যোগাড় করতে পারছি না। সেই কারণে তার চিকিৎসা ভালোভাবে হচ্ছে না।

তিনি বলেন, সমাজের বিত্তবানরা হাত বাড়িয়ে দিলে আমার সন্তানের চিকিৎসা সহজ হবে। আমার সন্তানের সুচিকিৎসার জন্য সকলকে পাশে দাঁড়ানোর বিনীত অনুরোধ জানাই। আমাদের সঙ্গে যোগাযোগ করতে মোবাইল ০১৯১৩৪৯৪২৪৬।

Islam's Group