নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক স্থানে দুজন যুবক-যুবতী আত্মহত্যা করেছেন। মৃতরা হলো আব্দুর রহিম (২৬) ও আফসানা বিথি (৩১)।
নিহত আব্দুর রহিম লক্ষ্মীপুর জেলার মৃত লেদু মিয়া চৌধুরীর ছেলে। এবং আরেক মৃত সিদ্ধিরগঞ্জ থানা এলাকার মৃত ফারুক মিয়ার মেয়ে।
জানা গেছে, নাসিক ১নং ওয়ার্ডের পাইনাদী মধ্যপাড়া এলাকার গিয়াস উদ্দিন নামক এক বাড়ি মালিকের ভাড়াটিয়া বাড়ির দ্বিতীয় তলায় নিজ বসতঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা বেঁধে আত্মহত্যা করেন আব্দুর রহিম।
অপরদিকে ৮নং ওয়ার্ডস্থ গোদনাইল এলাকায় ফারুক মিয়ার নিজ বাড়িতে তার মেয়ে আফসানা বিথি মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, দুটি আত্মহত্যা হত্যার ঘটনা ঘটেছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছি।
আপনার মতামত লিখুন :