News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

রূপগঞ্জে চাঁদাবাজ সন্ত্রাসীদের ঠাঁই হবেনা : ইমদাদুল্লাহ হাশেমী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৭:০৯ পিএম রূপগঞ্জে চাঁদাবাজ সন্ত্রাসীদের ঠাঁই হবেনা :  ইমদাদুল্লাহ হাশেমী

শুক্রবার গাউছিয়া গোল চত্বরে  ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার আওতাধীন গোলাকান্দাইল ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মাদ আরিফ মীর এর সভাপতিত্বে প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পি আর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও গোলাকান্দাইলে জলাবদ্ধতা নিরসনের দাবিতে " গণসমাবেশ" অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। 

তিনি বলেন, এখন জনগণের প্রধান দাবি হচ্ছে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার করে সংখ্যানুপাতিক (পি.আর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করা।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ দ্বীন ইসলাম।তিনি বলেন বাংলাদেশে দিন দিন অন্যায়, জুলুম, চাঁদাবাজি বেড়ে চলছে। বাংলাদেশকে একটি সুন্দর ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য ইসলামই একমাত্র মাধ্যম। 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সভাপতি ও নারায়ণগঞ্জ-১( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী ইমদাদুল্লাহ হাশেমী। তিনি বলেন, আমি রূপগঞ্জকে একটি সুন্দর ও ইনসাফ ভিত্তিক থানা হিসেবে গঠন করতে চাই। রূপগঞ্জের মানুষের অধিকার আদায় করাই হবে আমার প্রধান লক্ষ্যে। রূপগঞ্জে কোনো চাঁদাবাজ, জুলুম ও সন্ত্রাসীদের ঠাই হবে না। যেকোনো প্রয়োজনে আমি রূপগঞ্জের মানুষের পাশে অতীতেও ছিলাম, এখনো আছি ও ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে সভাপতি মুহাম্মাদ আরিফ মীর বলেন, গোলাকান্দাইল ইউনিয়ন এর জলাবদ্ধতা অতি দ্রুত নিরসনের ব্যবস্থা করতে হবে । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা ও ইউনিয়ন নেতৃত্ববৃন্দ।

Islam's Group