News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

ওসমান পরিবারের মতো গডফাদার তৈরি হতে দেয়া হবে না : ইসমাঈল সিরাজী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০২:৫৫ পিএম ওসমান পরিবারের মতো গডফাদার তৈরি  হতে দেয়া হবে না : ইসমাঈল সিরাজী

জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের সহ সাধারণ সম্পাদক মুফতি ইসমাঈল সিরাজী বলেছেন, নারায়ণগঞ্জে আর কোনো ওসমান পরিবারের মতো গডফাদার তৈরি হতে দেয়া হবে না। গডফাদার যারা হতে চান তাদেরকে সাবধান করে দেই এখন মানুষ প্রতিবাদ করতে শিখেছে। এখন চুপ করে বসে থাকার সময় নাই। দেশের স্বার্থে ইসলামের স্বার্থে জীবন দেয়ার জন্য প্রস্তুত আছে। আর কোনো ছাড় দেয়া হবে না।

শুক্রবার ১২ সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের উদ্যোগে শহরের শহীদ মিনারে আয়োজিত গণ সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। এদিন পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও খুনীদের দৃশ্যমান বিচারের দাবীতে এই গণ সমাবেশের আয়োজন করা হয়।

মুফতি ইসমাঈল সিরাজী বলেন, নারায়ণগঞ্জের গডফাদার যারা ছিলেন আবার যারা গডফাদার হবেন এটা আমরা দ্বিতীয়বার হতে দিবো না। জুলাই অভ্যুত্থান হয়েছে প্রয়োজনে আরেকটা হবে। নির্বাচন করতে চাইলে পিআর পদ্ধতির নির্বাচত হতে হবে। ডাকসুর নির্বাচন থেকে শিক্ষা নেন। 

তিনি আরও বলেন, চোরে না শুনে ধর্মের কাহিনী। বিচার মানি তালগাছ আমার। সবকিছু করবো কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন হতে দিবো না। কারণ পিআর পদ্ধতির নির্বাচন হলেই আমরা ক্ষমতায় যেতে পারবো না। গতানুগতিক নির্বাচন হলে জবর দখল, দিনের ভোট রাতে, অস্ত্রের ঝনঝনানি দিয়ে ক্ষমতায় গিয়ে ৭০/৮০ রাকাত নফল নামাজ পড়বো। ৭০/৮০ রাকাত নফল নামাজ পড়া আমার দেশে কম নেই। কিন্তু আমার দেশে চাঁদাবাজিও বন্ধ হয়নি দুর্নীতি বন্ধ হয়নি এখন যারা ক্ষমতায় আসতে তারা ডাবল চাঁদাবাজ হয়ে আসতে চায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

Islam's Group