নারায়ণগঞ্জ সিটি করপোরেশন শহরের জলাবদ্ধতা নিরসনে দু’টি ডীপ ড্রেন নির্মাণ কাজ শুরু করলেও তা চলছে ঢিমেতালে। যে কারণে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতায় নাকাল হতে হচ্ছে নগরবাসীকে। যথাযথ নিরাপত্তা বেস্টনী না থাকায় রয়েছে দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কাও। সড়কের উভয়পাশে নির্মাণ সামগ্রী ও যন্ত্রাংশ রাখার কারণে তীব্র যানজটে দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসী।
জানা গেছে, শিল্প বাণিজ্যের নগরী নারায়ণগঞ্জ দীর্ঘদিন ধরেই জলাবদ্ধতা যানজটসহ নানাবিধ নাগরিক সমস্যায় ধুকছে। স্বাধীনতার ৫৪ বছরেও শহরের ড্রেনেজ ব্যবস্থায় ছিলনা কোন মাস্টার প্ল্যান। সম্প্রতি মাস্টার প্ল্যান তৈরীর পরে গেল বছরে জাইকার অর্থায়নে প্রায় ৪০ কোটি টাকা ব্যায়ে ২টি গভীর ড্রেন নির্মাণ কাজ শুরু করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। শহরের প্রধান ব্যস্ততম সড়কের একাধিক স্থানে সড়কের উপর নির্মাণ সামগ্রী ও যন্ত্রাংশ রাখায় প্রতিনিয়ত যানজটে দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসী। যত্রতত্র খোড়াখুড়ি ও ড্রেনগুলো উন্মুক্ত থাকায় বিপাকে রয়েছে পথচারী ও ব্যবসায়ীরাও। এছাড়াও শহরের বিভিন্ন পয়েন্টে ড্রেনগুলোর নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় অল্প বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।এতে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ব্যবসায়ীরা ও স্থানীয়রা বলছেন, ভাঙ্গাচোরার কারণে ক্রেতারা আসতে পারছেনা। ব্যবসায়ীদের বেচাকেনা কমে গেছে। মাস ঘুরলে খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে। নির্মাণ কাজে ধীরগতির কারণে প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে। ড্রেনগুলোর ভাঙ্গা অংশ উন্মুক্ত থাকায় পথচারীদের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা বিরাজ করছে। এছাড়াও যত্রতত্র ড্রেনগুলো ভাঙ্গাচোরা থাকায় ও সরু পাইপ দিয়ে সংযোগ থাকায় বর্ষণে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। শহরের প্রধান প্রধান সড়কগুলোতে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গভীর ড্রেনগুলোর নির্মাণ কাজ দ্রুত সম্পন্নের মাধ্যমে জলাবদ্ধতার কবল থেকে মুক্তি মিলবে প্রত্যাশা নগরবাসীর।
এ বিষয়ে নাসিকের ঠিকাদার ফয়সাল জানান, পুরাতন ড্রেন ভেঙ্গে নতুন করে গভীর ড্রেন নির্মাণ করার কারণে সময় একটু বেশী লাগছে। তবে আমরা আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে পারবো।
নাসিকের প্রধান প্রকৌশলী আব্দুল আজিজ জানান, জলাবদ্ধতা নিরসনে ইতোপূর্বে কোন মাস্টার প্ল্যান ছিলনা। আমরা জলাবদ্ধতা নিরসনে মাস্টার প্ল্যান তৈরী করে ডীপ ড্রেন নির্মাণ কাজ শুরু করেছি। যেকোন বড় নির্মাণ কাজে জনসাধারণের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়। তবে ডীপ ড্রেনগুলোর নির্মাণ কাজ সম্পন্ন হলে জলাবদ্ধতার দুর্ভোগ থাকবেনা।
আপনার মতামত লিখুন :