News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

পূজামণ্ডপের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করলেন এসপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৮:৪৭ পিএম পূজামণ্ডপের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করলেন এসপি

আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে নারায়ণগঞ্জে ৪ স্তরের নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। 

শনিবার ১৩ সেপ্টেম্বর বিকেলে শহরের কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করবে, সার্বক্ষণিক খোলা থাকবে একটি কন্ট্রোল রুম, সেই নাম্বার প্রতিটি মন্দির কমিটির কাছে দেওয়া হবে। যে কোন প্রয়োজনে পুলিশের সাথে যোগাযোগ রাখতে পারবেন।

পূজা মণ্ডপের প্রস্তুতি পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, জেলায় মোট ২২২টি পূজামণ্ডপে দূর্গাপূজা উদযাপিত হবে। মন্দিরগুলোতে প্রস্তুতি সন্তোষজনক। সকলের সহযোগিতা নিয়ে শান্তিপূর্ণভাবে দূর্গাপূজা সম্পন্ন করাই আমাদের মূল লক্ষ্য। মন্দির ও পূজা কমিটির গুলোর পক্ষ থেকে আমাদের যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে।

এ সময় তিনি শহরের রামকৃষ্ণ মিশন আশ্রম, আমলাপাড়া মন্দির, নিতাইগঞ্জের মন্দির, দেওভোগ মন্দির, নন্দীপাড়া মন্দির ও ৫নং ঘাট বিসর্জন স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করে পূজার সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজনের বিষয়ে দিকনির্দেশনা দেন।

পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার পিপিএম, তারেক আল মেহেদী, ইসরাত জাহান পিপিএম, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছির আহমদ, টিআই (প্রশাসন) মো. আবদুল করিম শেখ, শ্রী শ্রী বলদেব  জিউড় মন্দির কমিটির সভাপতি জয় কে রায় চৌধুরী, প্রধান উপদেষ্টা  শংকর সাহা, উপদেষ্টা সুকুমার সাহাসহ জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দিরের পুরোহিত ও ভক্তরা উপস্থিত ছিলেন।

Islam's Group