News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনে নামাজী মানুষ দেখে ভোট দিয়েছে : আব্দুল আউয়াল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০২:৪৯ পিএম ডাকসু নির্বাচনে নামাজী মানুষ দেখে ভোট দিয়েছে : আব্দুল আউয়াল

হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও ডিআইটি রেলকলোনী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আব্দুল আউয়াল বলেছেন, যদি তুমি ইমানদার হতে পারো ইমানদারের পাশাপাশি যদি নেক আমল করনে ওয়ালা হতে পারো তাহলে তুমি চরিত্রবান হতে পারবে তুমি দেশ চালাতে পারবা রাষ্ট্র চালাতে পারবা সর্ব জায়গার মধ্যে শান্তি বিরাজ করবে অশান্তি আসবে না। ডিসির মাধ্যমে অশান্তি আসবে না এসপির মাধ্যমে অশান্তি আসবে না। উপদেষ্টার মাধ্যমে আসবে না প্রেসিডেন্টের মাধ্যমে আসবে না। সবার মাধ্যমে সুন্দরভাবে দেশ পরিচালনা হবে।

শুক্রবার ১২ সেপ্টেম্বর জুমআর নামাজের খুতবার বয়ানে তিনি এসব কথা বলেন। আব্দুল আউয়াল বলেন, মিডফোর্ডে পাথর দিয়ে আঘাত করে করে মানুষকে মারলো যেটা মধ্যযুগিয় বর্বরতাকে হার মানিয়ে ফেলেছে। এটা সরাসরি চারপাশে হাজার মানুষ দাঁড়িয়ে আছে আঘাত করছে একটা মানুষ। শুধু ভিডিও করছে ছবি উঠিয়েছে তাকে ফেরানোর মতো অবস্থা কারও ছিলো না। আমরা মনে করেছিলাম খুব শীঘ্রই তাকে ফাঁসি দেয়া হবে। কিন্তু অদ্যবধি এটা একেবারে আড়াল হয়ে গেছে। এটার কোনো কথাই নাই। এরকম প্রকাশ্যে হত্যাকাণ্ডের পরও সেখানে এত সিস্টেম কেন?

তিনি আরও বলেন, চরিত্রবান হওয়ার জন্য স্কুল কলেজে নামাজের অনুশীলন হওয়ার দরকার। বাধ্যতামূলক নামাজের অনুশীলন হতে হবে। নামাজের অনুশীলন নেই। চরিত্রবান মানুষ গঠন হতে হলে তাকে ইমানের পাশাপাশি নামাজ আদায় করতে হবে। যত কিছুই করেন না কে যার জীবনে নামাজ নেই তার চরিত্র ঠিক আছে বলে যায় না। এজন্য ডাকসু নির্বাচনে নামাজী মানুষ দেখে ভোট দিয়েছে।

Islam's Group