নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, আমাকে ইসলাম আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নারায়ণগঞ্জ-৫ সদর বন্দর আসনে মনোনয়ন দেয়া হয়েছে। বিগত ৫৪ বছর ধরে শহর বন্দরের মানুষ অনেক নির্যাতন জুলুমে শিকার হয়েছে। আপনাদের দাবী-ধাওয়া নিয়ে আপনাদের অধিকার নিয়ে কেউ কথা বলেনি।
শুক্রবার ১২ সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের উগ্যোগে শহরের শহীদ মিনারে আয়োজিত গণ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও খুনীদের দৃশ্যমান বিচারের দাবীতে এই গণ সমাবেশের আয়োজন করা হয়।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, যখন নির্বাচন আসে তখন অনেক সুন্দর সুন্দর কথা বলে আপনাদের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গিয়ে তখন আপনাদের টুটি চেপে ধরে এলাকায় তান্ডব চালায়। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা কোনো পক্ষপাতিত্ব করবো না। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সার্বজনীন সংগঠন। ইসলামী আন্দোলন বলছে প্রত্যেক জনগণের অধিকার আদায়ের জন্য।
তিনি আরও বলেন, আমরা যদি আপনাদের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারি তখন আমরা আপনাদের দোয়ারে দোয়ারে যাবো। আমাদের কাছে আপনাদের আসতে হবে না। আমরা আপনাদের খাদেম হয়ে যাবো। আপনাদের ঘরে ঘরে গিয়ে দিন রাত সবসময় সুখ-দুঃখে পাশে দাঁড়াবো।
আপনার মতামত লিখুন :