গাজিপুরে সাংবাদিক তুহিন হত্যা, একইদিনে সাংবাদিক আনোয়ারকে আহতসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা-মামলা এবং নিপীড়ণের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে সর্বস্তরের সাংবাদিকেরা।
শনিবার ৯ আগস্ট বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে নারায়ণগঞ্জ তরুণ সাংবাদিক সমাজের উদ্যোগে এ আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এটা কি নতুন বাংলাদেশের চিত্র হতে পারে যেখানে সবচেয়ে বেশী হামলা, মামলা ও নিপীড়ন সহ হত্যার শিকার হচ্ছেন সাংবাদিকেরা। গণঅভ্যুত্থান পরবর্তি সময় সাংবাদিকরা কেন টার্গেট হচ্ছেন ? একজন সাংবাদিকের উপর আক্রমণ মানে গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা করা। সাংবাদিক তুহিন হত্যার মত বর্বরোচিত ঘটনায় দোষীদের শুধু গ্রেপ্তার নয়, দ্রুত সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে। পাশাপাশি সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর হামলাকারীদেরও আইনের মুখোমুখি করতে হবে। সেই অপরাধীরা কেন এখনও ধরা ছোঁয়ার বাইরে।
বক্তারা আরও বলেন, সারাদেশে সাংবাদিকেরা নানাভাবে হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। সত্য ও ন্যায়ের পথে কলম ধরলেই হামলা, মামলা ও নির্যাতন যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এই অবনতি চলতে দিলে স্বাধীন গণমাধ্যমের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। আমরা মুখে মুখে গণমাধ্যমের মুক্ত শুনতে চাই না। আমরা বাস্তবে গণমাধ্যমের স্বাধীনতা দেখতে চাই। তাই সাংবাদিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ কর্মস‚চিতে নারায়ণগঞ্জের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উপস্থিত ছিলেন সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সৈয়দ সিফাত আল রহমান লিংকন, সিটি প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি ও অগ্রবানী প্রতিদিনের বসহ সম্পাদক উত্তম সাহা, সিটি প্রেস ক্লাবের সদস্য নুর হোসেন, নিউজ ২৪ নারায়ণগঞ্জের সম্পাদক মিঠুন মিয়া, সাংবাদিক তালহা, এন এ এন টিভি প্রতিনিধি মো. সুমন, এস বি ওয়ান সম্পাদক লাবু আহমেদ রাজু, দৈনিক সোজাসাপটা চীফ রিপোর্টার মোঃ আল আমিন, দৈনিক জনদর্পণ ফটো জার্নালিস্ট নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ ট্রিবিউন অনলাইন পোর্টাল নিউজ এর তরুণ সাংবাদিক হাবিবুর রহমান লিমন, সময়ের নিউজ অনলাইন পোর্টালের তরুণ সাংবাদিক মেহেদী হাসান অপ‚র্ব, নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর তরুণ সাংবাদিক আহমেদ আহাদ, নন্দিত টেলিভিশন মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ আলম, দ্যা প্রেস নিউজ অনলাইন পোর্টালের তরুণ সাংবাদিক রাকিব হাসান, নারায়ণগঞ্জ বুলেটিনের তরুণ সাংবাদিক সাহিবজাদা নাসিফ, ক্রাইম সিটি ২৪ এর তরুণ সাংবাদিক সৌরভ বাপ্পী, মার্চ ২৬ ডট কম অনলাইন পোর্টালে এর তরুণ সাংবাদিক আতিকুজ্জামান ভূইয়া, নারায়ণগঞ্জ ভিশনের তরুণ সাংবাদিক মোঃ হাসাইন আহমেদ, নারায়ণগঞ্জ টাইমস এর তরুণ সাংবাদিক সিয়াম, বিপি নিউজ এর তরুণ সাংবাদিক দীপ্ত দেবনাথসহ অনন্যরা।
আপনার মতামত লিখুন :