News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা কমিটির মানববন্ধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ১০:০৫ পিএম মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা কমিটির মানববন্ধন

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে ৭ আগষ্ট হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০টায় এ হত্যাকান্ডের ঘটনায় বন্দর উপজেলা পরিষদ চত্বরে তীব্র নিন্দা, প্রতিবাদ ও মানববন্ধন করেন মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখা কমিটির নেতারা।

প্রতিবাদ ও মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে হত্যাকাণ্ডের শিকার হন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন। সন্ত্রাসীরা তাকে ধাওয়া করলে এ সময় তিনি দৌড়ে একটি চায়ের দোকানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। তাকে রাতের আঁধারে সন্ত্রাসীরা হামলা ও হত্যা করেছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এমন ঘটনা দেশে নতুন নয়। এমন ঘটনা অহরহ ঘটছে, প্রশাসন আসামিদের ধরছে আবার তারা বেরিয়ে যাচ্ছে।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখার সভাপতি এসএম শাহীন আহম্মেদ, সহসভাপতি মো. মান্নান খান বাদল, মো. আবুল বাশার সাইফুল, সাধারণ সম্পাদক-জিকে রাসেল, সহ সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক নূর এ আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক আল আমীন জাহান মুন্সী, প্রচার সম্পাদক সাজীদ হোসেন কিবরিয়া, দপ্তর সম্পাদক মো. রেদোয়ান হোসেন পাভেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-মিতু মোর্শেদ, ধর্ম বিষয়ক সম্পাদক শাকির আহমেদ বাপ্পি, আইসিটি সম্পাদক  মেহেদী হাসান প্রান্ত, মহিলা বিষয়ক সম্পাদক মমতাজ (মম), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইমদাদুল হক মিলন, কার্যকরী সদস্য-মো. মনির হোসেন, আল হাসান, পলাশ মাহবুব।

Islam's Group