News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

সাংবাদিকতায় ‘অপেশাদার’ ভরে গেছে : আবু সাউদ মাসুদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৬:৪৯ পিএম সাংবাদিকতায় ‘অপেশাদার’ ভরে গেছে : আবু সাউদ মাসুদ

সাংবাদিক সাগর, রুনি হত্যা মামলাসহ দেশে সংঘটিত সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিতসহ ৩৯ দফা দাবিতে নারায়ণগঞ্জে সাংবাদিক সমাজ বিক্ষোভ সমাবেশ করেছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ উদ্যোগে সমবেত হন জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শতাধিক সাংবাদিক। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, আমাদের সকল ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা একাধিক ভাগে বিভক্ত এবং আমাদের এই প্রফেশনটায় আমাদের এই প্রফেশনে নন প্রফেশনাল লোক দিয়ে ভরে গেছে।

‎তিনি আরও বলেন, সাগর, রুনির রক্তের উপরে দারিয়ে তৎকালিন সময়ে অনেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন অনেক কিছুই হয়েছেন আর এই কারণেই সাগর রুনি হত্যার বিচার এখও হয়নি আর  হবে কিনা সেটাও বুঝতে পারছিনা।  সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে। ২০১২ সালের ফেব্রুয়ারিতে আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড এখনও অমীমাংসিত। ১৩ বছর ধরে বার বার সময় নেওয়া হয়েছে, তদন্তের নামে প্রহসন হয়েছে। একটি রাষ্ট্রে সাংবাদিকেরা যদি ন্যায়বিচার না পান, তাহলে সাধারণ মানুষ নিরাপদ থাকবে কীভাবে?।

বক্তারা আরও বলেন, শুধু সাগর-রুনি নয় মুকুল, দিপক, শিমুল, হুমায়ুন কবীর বাবু থেকে শুরু করে বিভিন্ন সময় নিহত অনেক সাংবাদিকের হত্যা মামলা এখনও বিচারহীন। তাই সাংবাদিক সমাজ বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, দেশে নবম ওয়েজ বোর্ড ঘোষণা হলেও অধিকাংশ গণমাধ্যম মালিক তা বাস্তবায়ন করছে না। মাঠে মাঠে আমরা ঝুঁকি নিই, গুলি-লাঠির সামনে দাঁড়াই, কিন্তু মাস শেষে ন্যায্য বেতন পাই না। ওয়েজ বোর্ড বাস্তবায়ন হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জীবনমান উন্নত হবে। এ ছাড়া দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠনের দাবি উঠে সমাবেশে।

বক্তাদের মতে, ডিজিটাল  যুগে সংবাদপেশা আরও ঝুঁকিপূর্ণ হচ্ছে, কিন্তু সমানতালে বাড়ছে না সুবিধা-সংরক্ষণ। সাম্প্রতিক বছরগুলোতে দেশে নানা গণমাধ্যমে কর্মরত অনেক সাংবাদিককে অযৌক্তিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ উঠে আসে।

নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের এক সদস্য বলেন, অনেক মিডিয়া হাউস কাভারেজ বা রাজনৈতিক চাপে সাংবাদিকদের বরখাস্ত করে। এটি শুধু শ্রম অধিকার লঙ্ঘন নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপরও আঘাত। চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল এবং সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ সাধারণ সম্পাদক এ কে এম মাফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও প্রতিদিনের বাংলাদেশ এর স্টাফ রিপোর্টার এম আর কামাল, সাংবাদিক নাহিদ আজাদ, নিউ নেশন এর সাব এডিটর এ.আর ফররুখ আহমাদ (খসরু),  মোশতাক আহমেদ (শাওন), দৈনিক শীতলক্ষার সিটি এডিটর ইমতিয়াজ আহমেদ, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শরিফ সুমন, বাংলাদেশ বুলেটিনের সোনারগাঁ প্রতিনিধি উজ্জ্বল হোসেন মাসুম, দৈনিক ভোরের ডাক পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক সোজাসাপটা পত্রিকার চীফ রিপোর্টার সাব্বির হোসেন, দৈনিক ইয়াদ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহাবুব মিয়া, দৈনিক পূর্বাভাস পত্রিকার যুগ্ম আহবায়ক সোনিয়া দেওয়ান প্রীতি, দৈনিক দেশ পত্রিকার মোখলেছুর রহমান তোতা, বাংলাদেশের প্রতিদিনের রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম হানিফ, নয়া দিগন্ত পত্রিকার ফতুল্লার প্রতিনিধি নিয়াজ মোহাম্মদ মাসুম, মানব জমিনের ফতুল্লা প্রতিনিধি আবু সাঈদ পাটুয়ারী রাসেল,শরিফুল ইসলাম আরজু প্রমুখ।

Islam's Group