News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

সেন্টুকে উৎসর্গ করে ‘ধ্রুব অক্টোবর’ ২০২৫


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ১০:০৭ পিএম সেন্টুকে উৎসর্গ করে ‘ধ্রুব অক্টোবর’ ২০২৫

দেশবরেণ্য ছড়া সাহিত্যিক ও নাট্যকার সাব্বির আহম্মেদ সেন্টুকে উৎসর্গ করে ‘ধ্রুব অক্টোবর’ ২০২৫ সংখ্যার মোড়ক উন্মোচন ও লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর শুক্রবার বিকেলে শহরের কালীরবাজারে জেলা শিল্পকলা একাডেমিতে এর আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধ্রুব‘র নির্বাহী সম্পাদক রোটারিয়ান দিদার খন্দকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা।

অনুষ্ঠানের সভাপতি রোটারিয়ান দিদার খন্দকার বলেন, আমাদের সবার পরিচিত মুখ সাব্বির আহম্মেদ সেন্টু। তিনি আজ আমাদের মাঝে নেই। তবে তার কাজ ঠিকই বেঁচে আছে। তাই আজকেও তাকে স্মরণ করা হচ্ছে। সাবির আহম্মেদ সেন্টুকে উৎসর্গ করে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে ধ্রুব অক্টোবর ২০২৫ সংখ্যার মোড়ক উন্মোচন ও লেখক সমাবেশ হয়েছে এবং এর পুরোটাই মিন্টুকে উৎসর্গ করা হলো।

Islam's Group