News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

বাৎসরিক লালন সাধুসঙ্গ ২২ ও ২৩ নভেম্বর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ১১:১৫ পিএম বাৎসরিক লালন সাধুসঙ্গ ২২ ও ২৩ নভেম্বর

মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বার্ষিক লালন সাধুসঙ্গ অনুষ্ঠিত হবে আগামী ২২ ও ২৩ নভেম্বর ২০২৫ (৭ ও ৮ অগ্রহায়ণ ১৪৩২) শনি ও রবিবার। এই মহতি অনুষ্ঠানে কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউল-সাধু, লালনের ভক্তবৃন্দ ও শিল্পীরা উপস্থিত হবেন। নারায়ণগঞ্জের কাশীপুরের নরসিংপুরে ২২ নভেম্বর বিকাল চারটায় কর্মসূচি শুরু হবে।

লালন সাধুসঙ্গের এ আয়োজনে সকল ধর্ম, বর্ণ, গোত্র, জাতের সকল মানুষকে মুক্তিধাম আশ্রমের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।

Islam's Group