অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। এই শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক এই তিনজনের ভূমিকা থাকতে হবে। এই তিনজনের ভূমিকা একটি ভালো স্কুলে রূপান্তরিত হয়। ভালো শিক্ষার্থী থাকতে হবে। যদি ভালো শিক্ষার্থী না হয় তাহলে প্রতিষ্ঠান যত সুন্দরই হোক কোনো কাজে আসবে না।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের প্রভাতি শাখার ক্লাস পার্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। এদিন সুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণে গিয়ে একটা বিষয় বুঝেছি সেটা হলো শিক্ষা ছাড়া একটা জাতি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না। জাতিগত আমাদের দৈন্যদশার কারণে আমরা শিক্ষায় পিছিয়ে আছি। শিক্ষা বলতে আদর্শ শিক্ষা যে শিক্ষায় মানবতাবোধ সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, আমি চাই এই স্কুলটা ইংলিশ মিডিয়াম হোক। এই ইংরেজি আমাদের দরকার আছে। ইংরেজি ভাষার প্রতি গুরুত্বরোপ করতে হবে।
বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের প্রভাতি শাখার ম্যানেজিং কমিটির সভাপতি মো. হাফিজুর রহমান শেখের সভাপতিত্বে ও প্রভাতি শাখার প্রধান শিক্ষক পারভীন আক্তারের সার্বিক তত্ত্বাবধানে এসময় আরও উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য ইয়াসির সুলতান, শাহ আলম ভূইয়া, হালিম সরদার ও নাজমুল কবির নাহিদ সহ অন্যান্যরা।








































আপনার মতামত লিখুন :