News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ১১:২২ পিএম মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

শুক্রবার ২১ নভেম্বর সকাল ৯টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি এইচ এম শাহীন আদনান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা আবুল হাশিম এর সঞ্চালনায় মহানগর নিয়ন্ত্রিত ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি সভা-২০২৫ অনুষ্ঠিত।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহা সুলতান মাহমুদ।

২৪ জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ তৈরি করতে আগামী তে ছাত্রদের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে। তাই আগামী নির্বাচনের জন্য পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য প্রার্থী যিনি থাকবেন তাকে সর্বোচ্চ সহোযোগিতা করবেন ইনশাআল্লাহ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী মাসুম বিল্লাহ। সাংগঠনিক সম্পাদক মুহা শামসুল আলম, মহানগর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মুহা আনোয়ার হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সহ-সভাপতি মুহাম্মদ নোমান আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক জাহিদুল ইসলাম মোল্লা, দাওয়াহ সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ সানভীর, প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আমির হামজা সহ শাখা প্রতিনিধি বৃন্দ।

Islam's Group