News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

আমরা তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় : সাখাওয়াত হোসেন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ১১:০৯ পিএম আমরা তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় : সাখাওয়াত হোসেন

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আজকে যারা উপস্থিত হয়েছেন সবাই গত ১৫ বছরে আওয়ামী লীগ দু:শাসনে নির্যাতিত। এই নির্যাতিত নেতাকর্মীদের মূল উদ্দেশ্যই ছিলেন আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের মাঠে ময়দানে নির্যাতিত কোন নেতাকর্মীদের পক্ষ থেকে কাউকে মনোনয়ন দিবে। এটাই আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা সেটা দেখতে না পারার কারণে আমরা কোন বিশৃঙ্খলা সৃষ্টি করি নাই। অন্যান্য স্থানের মত আমরা কোন জ্বালাও পোড়াই করি নাই। আমরা নিয়মতান্ত্রিক পন্থা অবলম্বন করেছি। আমরা এটাকে রিভিউ করার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব এবং আমাদের নেতা তারেক রহমানের কাছে দরখাস্ত দিয়েছি। দরখাস্ত দেওয়ার পরে আমাকে এবং সদস্য সচিবকে ডেকে আমাদের সাথে মতবিনিময় করেছেন আমাদের নেতা তারেক রহমান। তিনি আমাদের বলেছেন দলের প্রতি আস্থা রাখতে এবং কেন্দ্রীয় নেতৃত্ব সকলের সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। আমরা দলের সেই চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছি। সেই সিদ্ধান্ত যার পক্ষেই আসুক, তবে আমরা চাই যারা অতীতে নির্যাতিত হয়েছে মাঠে ছিল তাদের মধ্যে থেকে একজনকে মনোনয়ন দেওয়া হোক। তারপরও দল যাকে নমিনেশন দিবেন আমরা তারেক রহমানের সিদ্ধান্তের পক্ষে থাকবো। আমরা দলের পক্ষে থাকবো। আমাদের কেন্দ্রীয় নেতাদের আমাদের নিপীড়িত কর্মীদের মনের ব্যথা বুঝতে হবে এটাই আমাদের প্রত্যাশা। বেশি কিছু বলতে চাই না, নারায়ণগঞ্জের মানুষ জাগরণ হয়েছে। এটা বিএনপির জাগরণ, ধানের শীষের জাগরণ, তারেক রহমানের নেতৃত্বের জাগরণ। এই জাগরণে আমরা সবাই শরীক। আমরা চাই এই ৪ জনের মধ্যেই যাকেই মনোনয়ন দেওয়া হবে আমরা তার পক্ষেই মাঠে ঝাপিয়ে পড়বো।

শুক্রবার ২১ নভেম্বর বিকেল ৪টায় বন্দরে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের গণসংযোগ পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

নবীগঞ্জের হাজী সাহেবের মোড় এলাকা থেকে গণসংযোগটি বের হয়ে সিরাজদৌলা ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় হাজার হাজার নেতাকর্মী ও উৎসক জনতা সাবেক এমপি আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি নেতা আবু জাফর বাবুল এর নেতৃত্বে গণসংযোগে অংশ নেন।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা নিজেই স্লোগান ধরে হাজার হাজার নেতাকর্মীদের উজ্জীবিত রাখেন।

এ সময় তাদের স্লোগানে মুখরিত হয়ে উঠে রাজপথ। গণসংযোগ থেকে দালালী না রাজপথ, ক্ষমতা না জনতা, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, টাকা পয়সা দুই দিন ভালবাসা চিরদিন সহ নানান স্লোগান দেওয়া হয়।

গণসংযোগে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম মিঠু, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

Islam's Group