হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও ডিআইটি রেলকলোনী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা আব্দুল আউয়াল বলেছেন, সামান্য একটু দিয়েছেন। এটার মাত্রা আরেকটু বাড়িয়ে এখানে জুমআর নামাজ পড়তে আসতে হতো না। এত বড় বড় অট্টালিকা দালান কোটা সাজসজ্জা এত কিছু এগুলোর মধ্যে পড়ে আমরা আল্লাহকে ভুলে গেছি। এজন্য আল্লাহ সামান্য একটু ইশারা করেছেন।
শুক্রবার (২১ নভেম্বর) জুমআর নামাজের খুতবার বয়ানে তিনি এসব কথা বলেন। আল্লামা আব্দুল আউয়াল বলেন, আল্লাহ কয়েক সেকেন্ডের মধ্যে সব চুরমার করে দিতে পারেন। সেখানে কোনো বোমা মারা লাগবে না। কোনো এটম শক্তি লাগবে না। সামান্য ভূমিকম্পে একটু বুঝে আসার দরকার। যারা ইমানদার তাদের অবশ্যই বুঝে আসবে। কেয়ামতের ভয়াবহ দিনে সমস্ত আসমান জমিন ফেটে ফেটে চৌচির হয়ে যাবে।
তিনি আরও বলেন, আল্লাহ বলেন-কোরআনে সেই ভরাবহ দিনের কথা অনেকবার বলেছেন। তুমাদের কর্ণকুহরে যায় না। তোমারা এমন জীবন কাটাইতেছ মনে হয় তুমরা এখানে আজীবনের জন্য এখানে আসছ। হাসি-খুশি আনন্দের মধ্যে জীবন কাটাইতেছ। মনের মধ্যে নূন্যতম কোনো আফসোস নেই। এগুলো মানুষ অবাস্তব মনে করে। যার জন্য মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে না।
আল্লামা আব্দুল আউয়াল বলেন, গুনাহ থেকে বাঁচার জন্য সর্বোচ্চ হাতিয়ার হলো আল্লাহর ভয়। তুমি মনে করেছো এটাই জীবনের শেষ। না এটাই জীবনের শুরু। সকালবেলা কেয়ামত হয়ে যেতো। হঠাৎ করে ডাক চলে আসবে।








































আপনার মতামত লিখুন :