News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ১০:২৫ পিএম হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার

হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটি নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ২১ নভেম্বর শুক্রবার সকাল ৯ টায় সিদ্ধিরগঞ্জ হিরাঝিল একটি রেস্টুরেন্টে হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার - ২০২৫ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ডা. হাফেজা আক্তার রানুর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলো উক্ত সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জি.মওলা।

প্রধান আলোচক সিনিয়র সহ সভাপতি ডা. কাজী সাইফউদ্দীন আহমেদ ও বিশেষ আলোচক হোমিওপ্যাথিক কল্যান সোসাইটির নরসিংদী জেলার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলো কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডা. তপন বাড়ৈ, মহাসচিব ডা. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. মোঃ আবুল ফজল মানিক ও হোমিওপ্যাথিক চিকিৎসক ঐক্য ফোরাম, নারায়ণগঞ্জ এর সভাপতি ডা. মোঃ দেলোয়ার হোসেন।

হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনারে আলোচ্য বিষয় (লিভার ক্যান্সার ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাপনা) এই নিয়ে উল্লেখিত আলোচক সহ অতিথিবৃন্দরা গুরুত্বপূণ বক্তব্যে রাখেন।

অনুষ্ঠানটি শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন ডা. কাজী মোঃ হেলালউদ্দিন এবং অনুষ্ঠানটি উপস্থাপনা করে হোমিওপ্যাথিক কল্যান সোসাইটির নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক ডা. ক্বারী আব্দুল বাতেন। উক্ত সেমিনারে নারায়ণগঞ্জ জেলা সহ অন্যান্য জেলা হতে আগত প্রায় শতাধিক হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ অংশগ্রহন করেন।

Islam's Group