২১ নভেম্বর শুক্রবার সোনাকান্দা হাটের মাঠে নারায়ণগঞ্জ হাই স্কুলের ২০০১ ব্যাচের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত সংগঠন সতীর্থ ০১ এর আয়োজনে সতীর্থ’০১ প্রিমিয়ার লীগ (ঝচখ) এর ৫ম সিজনের দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ অক্টোবর নারায়ণগঞ্জ হাই স্কুলের ২০০১ ব্যাচের প্রাক্তন ছাত্রদের নিয়ে নিলামের মাধ্যম ৪টি দল গঠিত হয়। দলগুলো হলো রয়েল স্ট্রাইকারস, দ্যা গ্লোরিয়াস স্পোর্র্টস টিম, গুলবাহার এক্সপ্রেস, দ্যা ব্যান্ডিটস।
ঘরোয়া লীগ পদ্ধতিতে ৪টি দলের মধ্যে ৬টি ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টটি পরিচালিত হয়।
রয়েল স্ট্রাইকারস ও গুলবাহার এক্সপ্রেস এই ২টি দল কোয়ালিফাইড হয়ে ফাইনাল ম্যাচ খেলে এবং গত সিজনের চ্যাম্পিয়ন রয়েল স্ট্রাইকারস এইবারও অপরাজিত হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্টটিতে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয় সাইদ আহমেদ ডালিম, সেরা বোলার নির্বাচত হয় মিথুন মোদক, সেরা ফিল্ডার নির্বাচিত হয় ইলিয়াস সবুজ, ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয় সাগর তালুকদার এবং প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় সাইদ আহমেদ ডালিম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সতার্থ’০১ সভাপতি মো. রকিব উদ্দিন অপরাজিত হ্যাট্রিক চ্যাম্পিয়ন দল “ রয়েল স্ট্রাইকারস” এর হাতে প্রাইজ মানি ও ট্রফি তুলে দেন। এছাড়াও অন্যান্য ক্যাটাগরীতে নির্বাচিত সকলের হাতে স্মারক ট্রফি ও সকলকে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
সভাপতি তার সমাপনী বক্তব্যে মাঠে উপস্থিত সকল দলের সদস্যদের ও কার্যকরী কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজনটিকে সুন্দর ও সাফল্যমন্ডিত করার জন্য।








































আপনার মতামত লিখুন :