News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

কাঞ্চন পৌর টেক্সটাইল মালিক সমিতির কমিটি গঠন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০৮:৩৭ পিএম কাঞ্চন পৌর টেক্সটাইল মালিক সমিতির কমিটি গঠন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমিনুল ইসলাম বাবুকে সভাপতি ও আওলাদ মাহবুবকে সাধারণ সম্পাদক করে কাঞ্চন পৌর টেক্সটাইল মালিক সমিতি ২ বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া কমিটি সাইফুল ইসলামকে সাংগঠনিক ও মোস্তাক আহমেদকে কোষাধ্যক্ষ হিসেবে ঘোষণা করা হয়।

শুক্রবার ২৩মে বিকালে কাঞ্চন পৌর টেক্সটাইল মালিক সমিতি কার্যালয়ে আয়োজিত সভায় সাবেক সভাপতি হাজী মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ  উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে ব্যবসায়ী কোহিনুর আলম এ কমিটি ঘোষণা করেন।

নব নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বাবু বলেন, আপনারা আমাকে যেন দায়িত্ব দিয়েছেন আমি যেন সম্মান নিয়ে সেই দায়িত্ব পালন করতে পারেন সে জন্য সহযোগিতা কামনা করি।
সাধারণ সম্পাদক আওলাদ মাহবুব বলেন, টেক্সটাইলের ব্যবসা করতে গিয়ে আমরা বিগত সরকারের আমলে বিভিন্নভাবে হয়রানীর শিকার হয়েছি। আজকে সাবেক কমিটির সকল সম্মানিত ব্যক্তি ও সকল ব্যবসায়ীদের সম্মতিতে আমাদের মত তরুণ ব্যবসায়ীদের যে গুরু দায়িত্ব দিয়েছেন আমরা চেষ্টা করবো সকলের সুখে দুখে পাশে থেকে কিভাবে সকল সমস্যা হয়রানী থেকে সকলকে লাগব করতে পারি। আপনার আমাদের সঠিক পরামর্শ দিয়ে সহায়তা করবেন।

Islam's Group